টিসিবি পণ্য বিতরণে পাল্টা অভিযোগ এনে কাউন্সিলর সামছুজ্জোহার থানায় লিখিত অভিযোগ
বন্দর প্রতিবেদকঃ বন্দরে টিসিবি পন্য বিতরনের সময় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৫, ২৬ ও ২৭ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর সানিয়া সাউদ ও তার সচিব নাঈম সহ তার সহযোগীদের বিরুদ্ধে হামলার অভিযোগ এনে ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর সামছুজ্জোহা থানায় পাল্টা লিখিত অভিযোগ দায়ের হয়েছে। বুধবার (৬ মার্চ) দুপুরে আহত কাউন্সিলর সামছুজ্জোহা বাদী হয়ে উল্লেখিতদের নামে বন্দর থানায় এ অভিযোগ দায়ের করেন তিনি। আহত সামছুজ্জোহা বন্দর থানার রামনগর এলাকার মৃত সিদ্দিক মাস্টারের ছেলে। এর আগে গত মঙ্গলবার (৫ মার্চ) বিকেল ৪টায় বন্দর থানার ঢাকেশ্বরী এলাকায় এ সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে। এ ব্যাপারে আহত কাউন্সিলর সামছুজ্জোহা বুধবার দুপুরে বন্দর থানা চত্বরে গনমাধ্যমকে জানিয়েছে, গত ২ বছর ধরে আমি আমার ২৬ নং ওয়ার্ডের বিভিন্ন পাড়া মহল্লায় সরকারি টিসিবি পন্য জনসাধারণের মাঝে সুষ্ঠুভাবে বিতরন করে আসছি।
এ সুবাধে নারায়নগঞ্জ সিটি কপোরেশনের ২৫,২৬ ও ২৭ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর সানিয়া সাউদ আমাকে আমার ওয়ার্ডবাসীর সামনে সম্মানহানী করার জন্য দীর্ঘ দিন ধরে বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করে আসছে। এর ধারাবাহিকতায় গত মঙ্গলবার (৫ মার্চ) বিকেল ৪টায় ঢাকেশ্বরী বাজার এলাকায় সরকারি টিসিবি পন্য বিতরণের সময় মহিলা সংরক্ষিত কাউন্সিলর সানিয়া সাউদ ক্ষিপ্ত হয়ে আমাকে আমার মৃত পিতা মাতার নাম উল্লেখ্য করে অকথ্য ভাষা গালিগালাজ করে। আমি ওই সময় তাকে গালাগালি করতে নিষেধ করলে ওই সময় মহিলা কাউন্সিলর সানিয়া সাউদ ক্ষিপ্ত হয়ে আমাকে গোপনাঙ্গে লাথি মেরে মারাত্মক ভাবে আহত করে।
ওই সময় তার সাথে থাকা সচিব নাঈম ক্ষিপ্ত হয়ে আমাকে বেদম ভাবে পিটিয়ে নিলাফুলা জখম করে। পরে স্থানীয় এলাকাবাসী ও আমার পরিবারের লোকজন দ্রুত ঘটনাস্হলে এসে আমাকে জখম অবস্থায় উদ্ধার করে।
এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা জানান, বন্দরে সরকারি টিসিবি পণ্য বিতরন নিয়ে কাউন্সিলরদের মধ্যে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগ দুইটি তদন্ত করা হচ্ছে। তদন্ত পর আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।#