বন্দরে ভূমি দস্যুদের কবলে দিশেহারা অসহায় মিনারা বেগম
বন্দর প্রতিবেদকঃ বন্দরের ধামগড় ৬নং ওয়ার্ডে ভূমি দস্যুদের কবলে দিশেহারা মিনারা বেগম নামে এক নারী। সে পৈত্রিক সম্পত্তি হারাতে বসেছে। সে একই এলাকার মৃত আব্দুল জাব্বারের কন্যা। পৈত্রিক সম্পত্তি রক্ষায় আদালতে ৩টি মামলা করেও প্রতিকার পাচ্ছে না বলে জানা গেছে। এদিকে ধামগড় ইউনিয়নের প্রভাবশালী মহল রেলওয়ের সম্পত্তি দখল করে গকুলদাসের বাগ চৌরাস্তা বাজার বহুমুখী সমবায় সমিতি লিঃ এর নামে একটি মার্কেট করার জন্য মিনারা বেগমের পৈত্রিক সম্পত্তি থেকে উচ্ছেদ করার পায়তারা করছে বলে অভিযোগ রয়েছে। তাকে এ সম্পত্তি ছেড়ে দেয়ার জন্য নানা ভাবে হুমকী দিয়ে আসছে। প্রভাবশালী মহলটি আদালতের মামলাকে তোয়াক্কা করছে না।
এছাড়াও ধামগড় ফাড়ির ইনচার্জ মোঃ হাফিজুর রহমান এর সাথে আতাত করিয়া এই অসহায় মিনারা বেগমকে তার পৈত্রিক সম্পত্তি থেকে উচ্ছেদ করার পায়তারা করছে বলেও অভিযোগ রয়েছে। মিনারা বেগম তার পৈত্রিক সম্পত্তি রক্ষার্থে নিরুপায় হয়ে নারায়ণগঞ্জ পুলিশ সুপার বরাবর আবেদন করেন। এ আবেদনে পুলিশ সুপারের কার্যালয় থেকে অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল-‘খ’) বিল্লাল হোসেনের কাছে প্রেরণ করেন। মিনারা বেগমকে ধামগড় ফাড়ির ইনচার্জ হাফিজুর রহমান এর কার্যালয়ে (মদনপুর ইষ্টাউনে) দুই বার বসে কোন সমাধান দিতে পারেননি। বর্তমানে মিনারা বেগম হতাশা গ্রস্থ হয়ে দিনাতিপাত করিতেছেন। এছাড়া গকুলদাসের বাগ বাজার বহুমুখী সমবায় সমিতি এক সময় নিবন্ধিত থাকলেও বর্তমানে উহা ভিত্তিহীন।
কারণ এই সমিতির মাধ্যমে যে মার্কেট নির্মাণ করার জন্য প্রভাবশালী মহল বেপরোয়া হয়েছে সেই সম্পদ এর প্রকৃত মালিক বাংলাদেশ রেলওয়ের। সেই রেলওয়ের সম্পদের উপর কিছু ভূমিহীন অসহায় হতদরিদ্র লোকজন বসবাস করছে। প্রভাবশালী মহলের ক্ষমতার তান্ডবে বেশ কিছু ফলজ গাছ কেটে ভূমিহীনদেরকে উচ্ছেদ করার পায়তারা করছেন। এ জুলুম থেকে মুক্তি পাওয়ার জন্য ভূমিহীনরা প্রধানমন্ত্রীর জরুরী হস্তক্ষেপ কামনা করছেন। এ ব্যপারে গকুলদাসের বাগ বাজার বহুমুখী সমবায় সমিতির কার্যালয়ে গিয়ে কাউকে পাওয়া যায়নি। এছাড়া গকুলদাসের বাগ বাজার বহুমুখী সমবায় সমিতির বাজারের দোকানীরা মুখ খোলতে রাজি হননি। #