ফতুল্লায় নিখোঁজের তিনদিন পর ডোবা থেকে এক অটোরিক্সা চালকের লাশ উদ্ধার
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের ফতুল্লায় নিখোঁজের তিনদিন পর ডোবা থেকে রাজু নামে এক অটোরিক্সা চালকের লাশ উদ্ধার।দুপুরে পিলকুনি এলাকায় কবরস্থানের পাশের ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। সে চাঁদপুর জেলার ইসানবালা গ্রামের মোক্তার আহমেদের ছেলে ও ফতুল্লার লালপুর সিরাজ মিয়ার বাড়ির ভাড়াটিয়া।পরিবারের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার উপ- পরিদর্শক সাইফুল ইসলাম জানান,
প্রথম তারাবির নামাজ পড়ে রাতে গ্যারেজ থেকে অটোরিক্সা নিয়ে বের হয়ে আর বাড়ি ফেরেনি। বিভিন্নস্থানে খোঁজাখুজি করে না পেয়ে পরিবার থানায় একটি জিডি করে। আজ দুপুরে ডোবায় লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবরদেয়ে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের লাশ উদ্ধার পরিবারকে খবর দিলে রাজুর সনাক্ত করেন। নিহতের শরীরে বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার সাথে জড়িতদের সনাক্ত ও অটোরিক্সা উদ্ধারের জন্য পুলিশের অভিযান চলছে। #