আড়াইহাজারে বেশী দামে বিক্রি করায় অভিযানে ৫ দোকানীকে জরিমানা
আড়াইহাজার প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে পণ্যের মূল্য তালিকা না ঝুলানো, রাস্তায় দোকান বসানো ও বেশি দামে পণ্য বিক্রি করা অপরাধে ৫ দোকানীকে নগদ ২৭ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী কর্ম কর্তা ইশতিয়াক আহাম্মেদ এর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমানআাদালত। তিনি শনিবার পৌরবাজারে নিত্য প্রয়োজনয়ি পণ্যের বাজার দর মনিটরিং করার জন্য বের হয়ে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
এ সময় তিনি বাজারে অবস্থিত প্রতিটি দোকানীকে মূল্য তালিকা ঝুলানোর জন্য তাগিদ দেন। কেউ যেন অতিরিক্ত মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিক্রি করে ক্রেতা সাধারণকে না ঠকান সে ব্যাপারেও তিনি তাদরেকে কঠোর হুসিয়ারী দেন। এ সময় তিনি বেশ কয়েকটি ফলের দোকানের ক্রয় রশিদ পরখ করে দাম যাঁচাই করেন এবং গোস্তের দোকান সহ বেশ কয়েদোকানকে বিভিন্ন অপরাধে জরিমানা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এ সময় একজন তরমুজ ব্যবসায়িকে রাস্তায় দোকান বসিয়ে অতিরিক্ত লাভে তরমুজ বিক্রি করার অপরাধে নগদ ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন। এ সময় আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আহসানউল্লাহ, পুলিশ ও আনসার সদস্যরা তার সঙ্গে ছিলেন। তা ছাড়া একই দিনে গোপালদী বাজারে গোস্ত বিক্রেতা ও তরমুজ বিক্রেতা ৩ জনের কাছ থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে জানা গেছে। #