শিরোনাম
১০৪তম জন্মদিনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, নানা কর্মসূচি পালন
আড়াইহাজার প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে ১৭ মার্চ রোববার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মদিন পালন করা হয়েছে। উপজেলা আওয়ামীলীগ এ উপলক্ষে উপজেলা কার্যালয়ে আলোচনা সভা, বিশেষ মোনাজাত ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প স্তবক অর্পণ সহ বিভিন্ন কর্মসূচি পালন করে।
অনুষ্ঠান গুলোতে বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও আড়াইহাজার আসনের এমপি নজরুল ইসলাম বাবু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, এসি (ল্যান্ড) শামসুজ্জাহান কনক, ওসি মোহাম্মদ আহসানউল্লাহ তার সঙ্গে ছিলেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আওয়ামীলীগের বর্ষিয়ান নেতা মিয়া মোঃ আলাউদ্দীন,
খুরশিদ আলম সরকার, সিরাজুল ইসলাম ভূঁইয়া, মেহের আলী মোল্লা, আহাম্মেদুল কবির উজ্জল, সাইফুল ইসলাম স্বপন, সাবেক ভিপি কাজী সুজন ইকবাল, সেলিম মিয়া সহ উপজেলা আওয়ামীলীগ ও এর সকল অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। #