শিরোনাম
জনগণ ও পুলিশের পাহাড়ায় ব্যার্থ হয়ে পার্শবর্তী জেলায় ডাকাতির চেষ্টা
আড়াইহাজার প্রতিনিধিঃ রোববার রাতে সোনারগাঁয়ের কাঁচপুর ইউনিয়নের বাঘারি গ্রামে গণপিটুনীতে ৪ ডাকাত নিহত হয় এবং এক ডাকাত আহত হয়ে পঙ্গু হাসপাতালে মৃত্যুর সাথে পঞ্জা লড়ছে। এদের মধ্যে নিহত দুজন এবং আহত একজনের বাড়ী আড়াইহাজারে বলে জানা গেছে।
এরা হলেন, নিহত আঃ রহিম (৪৮) উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের ঝাউকান্দী নিতাইটেক গ্রামের শামসুল হকের ছেলে, নবী হোসেন (৩৫) একই উপজেলার গোপালদী পৌরসভার জালাকান্দী গ্রামের মজিদের ছেলে এবং আহত মোহাম্মদ আলী (৩৮) একই গ্রামের নুরু মিয়ার ছেলে ।
আড়াইহাজার থানার ওসি মোহাম্মদ আহসানউল্লাহ এ ঘটনায় আড়াইহাজারের হতাহত ডাকাতদের পরিচয় নিশ্চিৎ করে বলেন,
আড়াইহাজার উপজেলার প্রায় সর্বত্র লোকজন নিজ উদ্যোগে পাহারা দেয়ার মাধ্যমে পুলিশকে সহযোগিতা করায় এবং পুলিশের তৎপরতায় এ এলাকার ডাকাতেরা এলাকা থেকে বিতাড়িত হয়ে এখন পাশ^বর্তী উপজেলা এলাকা গুলোতে গিয়ে চুরি ডাকাতি করছে। এ ঘটনা এটাই প্রমাণ করে। #