শিরোনাম
ঢাকা সিলেট মহাসড়ক আবারো ফুটপাত ব্যবসায়ীদের দখলে, প্রশাসন নিরব
রূপগঞ্জ প্রতিবেদকঃ রূপগঞ্জের ভুলতা গাউছিয়া এলাকায় মহাসড়ক আবারো দখল করে নিয়েছে ফুটপাত ব্যবসায়ীরা। প্রশাসন নিরব রয়েছে বলে অভিযোগ উঠেছে।
২২শে মার্চ শুক্রবার সকাল দশটায় মহাসড়কে গিয়ে দেখা যায় মহাসড়ক দখল করে ফুটপাত বসিয়েছে। অন্যদিকে হাইওয়ে ফাড়ির পুলিশ ও ভুলতা ফাড়ির পুলিশ নীরব থাকায় জনমনে প্রশ্ন উঠে তাহলে প্রশাসনের সাথে কি হকারদের আবারো সমঝোতা হয়েছে।
যদি না হয় তাহলে কেমন করে আবার ফুটপাত বসে।
জানা যায় গত ২৯শে ফেব্রুয়ারি থেকে অদ্যাবধি মহাসড়ককে ও ফুটপাতে কোন হকার বসতে পারেনি, গুঞ্জন উঠেছে গতকাল রাতে না কি একটি মহলের যোগসাজশে আবার ফুটপাতে বসার বিষয় সমঝোতা হয়। আর তারই প্রমাণ মিলে আজ সকালে। সকালে মহাসড়কে কয়েক শত হকার বসতে দেখা যায়।
মহাসড়কে আবারো ফুটপাতে বসার বিষয়ে জানতে চাইলে হাইওয়ে পুলিশের ভুলতা ক্যাম্পের (ইনচার্জ) ইনস্পেক্টর মোহাম্মদ আলী আশরাফ মোল্লা বলেন আমাদের লোকবল কম থাকায় সব ঠিক রাখা যাচ্ছে না। আমরা দায়িত্ব পালন করে আসছি। তবে সব ঠিক হয়ে যাবে। #