শিরোনাম
তীব্র তাপদাহে শরবত বিতরন করলেন আমিনুল ইসলাম স্মৃতি সংসদ
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ তীব্র তাপদাহে আমিনুল ইসলাম স্মৃতি সংসদের উদ্যোগে তৃষ্ণার্থ শ্রমজীবী মানুষের মাঝে শরবত বিতরন করা হয়েছে। গত ২৮ ও ২৯ এপ্রিল দুইদিন টানা সকাল থেকে দুপুর পর্যন্ত শহেরের নতুন পালপাড়া এলাকায় এ কর্মসূচী পালন করা হয়েছে। এসময় তৃষ্ণার্থ মানুষ , রিক্সা চালক , ভ্যান চালক ও পথচারীদের মাঝে শরবত বিতরণ করা হয় ।
এসময় শরবত বিতরণ করেন মহানগর যুবলীগের সাধারন সম্পাদক ও বঙ্গসাথী ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আহাম্মদ আলী রেজা উজ্জ্বল , মহানগর যুবলীগের কার্য্যকরী সদস্য ফয়জুল ইসলাম রুবেল , মহানগর কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ শফিকুল ইসলাম লিটন , রিপন ভাওয়াল , মুকুল , ফারুক , বাবু , ফয়জুল ইসলাম দোলন ,
ইকবাল বিশাল , লক্ষন , বিমল , ভুলু পাল , রাকিব হাসান সহ প্রমুখ এসময় উপস্থিথ ছিলেন। এসময় এলাকাবাসী বলেন , আমিনুল সাব বেঁচে থাকতেও মানুষকে সাহায্য সহযোগীতা করতেন । । আজকে তিনি নেই তাঁর পরিবারের সদস্যরা সেই ধারাটি অব্যাহত রেখেছে । এটি একটি ভাল উদ্যোগ । #