শিরোনাম
ষষ্ঠ দিনে আমিনুল ইসলাম স্মৃতি সংসদের শরবত পান কর্মসূচী অব্যাহত
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ আমিনুল ইসলাম স্মৃতি সংসদের পক্ষ থেকে ষষ্ঠ দিনে তীব্র তাপদাহে তৃষ্ণার্থ মানুষ , রিক্সা চালক , ভ্যান চালকসহ ২ হাজার পথচারীদের মাঝে শরবত বিতরণ করা হয় । বৃহস্পতিবার ২ মে সকাল থেকে দুপুর পর্যন্ত পালপাড়া মোড়ে রিক্সা চালক ও শ্রমজীবী , পথচারীরা বিনামূল্যে ঠান্ডা শরবত পেয়ে স্বস্তি পায় । শরবত বিতরণকালে মহানগর যুবলীগের কার্যকারী সদস্য ফাইজুল ইসলাম রুবেল বলেন , কয়েকদিন যাবৎ সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জেও বেঠেছে তীব্র গরম । তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে জনসাধারণ । বিশেষ করে দিনমজুর খেটে খাওয়া মানুষেরা পড়ছে চরম বিপাকে । রাস্তায় বের হলে প্রচন্ড তাপদাহে তৃষ্ণার্ত হচ্ছেন তারা ।
এতে করে হিটস্ট্রোকের সম্ভবনা রয়েছে । তাই তাদের কথা ভেবেই আমিনুল ইসলাম স্মৃতি সংসদের উদ্যোগে টানা চতুর্থ দিনের মতো শহরে খেটে খাওয়া দিন মজুর- তৃষ্ণার্থ পথচারীদের মাঝে ঠান্ডা শরবত বিতরণ করছি । আমরা সাধ্যমত চেষ্টা করছি , একটু ঠান্ডা শরবতের মাধ্যমে তাদেরকে সামান্য পরিমান হলেও স্বস্তি দিতে । আর এটা আজকেই শেষ নয় সামনে আরো বেশ কয়েকদিন তীব্র
তাপদাহে তৃষ্ণার্থ দের পাশে থাকবে আমিনুল ইসলাম স্মৃতি সংসদ । এ সময় আরো উপস্থিত ছিলেন , মহানগর কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক মো . শফিকুল ইসলাম লিটন , শহিদুল ইসলাম ফারুক , জহিরুল ইসলাম মুকুল , ফয়জুল ইসলাম বিশাল , বুলু পাল , বিমল পাল , মো.রাকিব , উত্তম , বাবু , জ্যাকি নন্দি , সজিব ঘোষ , দীপ ঘোষসহ প্রমুখ । #