শিরোনাম
কুমিল্লায় অটোরিকশায় বাসের ধাক্কা, নিহত ২
কুমিল্লার চৌদ্দগ্রামে অটোরিকশায় বাসের ধাক্কায় ২ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- উপজেলার কালিকাপুর ইউনিয়নের বিজয়পুর গ্রামের মফিজুর রহমানের মেয়ে ফাতেমা আক্তার রেবা (২৪) ও চান্দিনা উপজেলার সুজনের মেয়ে মিম (৩)।স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লা-কাশিনগর রুটে চলাচলকারী বিজলী সুপার সার্ভিসের একটি বাস সিএনজিচালিত একটি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দিলে ৩ জন আহত হন।স্থানীয়রা তাদের উদ্ধার করে মিয়াবাজার এলাকার একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফাতেমা আক্তার রেবাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহতাবস্থায় মিমকে কুমিল্লা নিয়ে গেলে সেখানের একটি হাসপাতালে তার মৃত্যু হয়।মিয়াবাজার হাইওয়ে ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) গিয়াস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই।’