নারায়ণগঞ্জ  রবিবার | ১৬ই নভেম্বর, ২০২৫ | ১লা অগ্রহায়ণ, ১৪৩২ হেমন্তকাল | ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৭

শিরোনাম
  |   প্রীতি ফুটবল ম্যাচে সোনালী সকাল ক্রীড়া ও সেবা সংঘের জয়   |   বিশ্ব ডায়াসেটিক দিবসে সচেতনতা র‍্যালী, বিনামূল্যে স্বাস্থ্য সেবা আলোচনা সভা    |   জনগণ আ’লীগের ডাকা লকডাউনে সামান্য পরিমাণও সাড়া দেয়নি – এ্যাডঃ সাখাওয়াত   |   মসজিদ আল্লাহর ঘরে আইনজীবী, বিচারপ্রার্থী সবাই ইবাদত করবেন – এড. আনোয়ার   |   লকডাউনে নাশকতা এড়াতে র‌্যাবের চেকপোস্ট ও টহল কঠোর নজরদারি   |   লকডাউনের বিরুদ্ধে যুবদল নেতা রিয়াদ ও সাইফুলের অবস্থান কর্মসূচি পালন   |   আওয়ামীলীগের লকডাউন ঠেকাতে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   ৪ আসনে মোহাম্মদ আলীকে এমপি প্রার্থী’র মনোনয়ন চাইলেন তৃনমূল মুক্তিযোদ্ধারা    |   বন্দরে দেশের বিশ্বস্ত ও স্বীকৃত সেফটি ট্রেনিং প্রতিষ্ঠানের শুভ উদ্ধোধন    |   দলের সিদ্ধান্তই আমাদের একমাত্র পথনির্দেশনা – মাসুদুজ্জামান মাসুদ   |   ১৩ নভেম্বর গণহত্যার রায়ে লকডাউন আহ্বানের বিরুদ্ধে টিপু’র বিশাল মিছিল   |   বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ শাহ আলমের গণসংযোগে ব্যাপক সাড়া   |   জুলাই আন্দোলনে শহীদের শিশু সন্তানের হাতে দিয়ে নমিনেশন সংগ্রহ জাবেদ আলম   |   উদাসীনতায় বন্দর ২০নং ওয়ার্ডের ১০০ফিট সড়কে ময়লা-আবর্জণার স্তূপ    |   মাদক মামলায় এজ যুবকের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ   |   মা ও শিশু কল্যান কেন্দ্রে ডিসির মাতৃস্বাস্থ্য নিশ্চিতকরণে কার্যকর উদ্যোগ   |   বিডিএস জরিপে ব্যক্তিগত সম্পত্তি রাস্তা হিসেবে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে মানববন্ধন   |   মাসুদুজ্জামানের পক্ষে ধানের শীষ প্রতীক নিয়ে মানুষের বাড়ি বাড়ি হাজির হবেন – সেন্টু   |   শহীদ জিয়া শুধু রণাঙ্গনে যুদ্ধ করেননি দেশের ক্রান্তিকালে হাল ধরেছেন – মুহাম্মদ গিয়াসউদ্দিন   |   পীরজাদা মারুফ সিরাজ শাহর জন্মদিন উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
 প্রচ্ছদ   লীড নিউজ   রাষ্ট্রীয় মর্যাদায় সাবেক সেনা প্রধান কেএম সফিউল্লাহ (বীর উত্তম) এর প্রথম জানাজা অনুষ্ঠিত
স্বাধীন দেশের প্রথম সেনা প্রধানের মৃত্যুতে গভীর শোক / রাষ্ট্রীয় মর্যাদায় সাবেক সেনা প্রধান কেএম সফিউল্লাহ (বীর উত্তম) এর প্রথম জানাজা অনুষ্ঠিত
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ ৩ নম্বর সেক্টর কমান্ডার ও ‘এস’ ফোর্সের সর্বাধিনায়ক, স্বাধীন বাংলাদেশের প্রথম সাবেক সেনা প্রধান ও সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল কেএম সফিউল্লাহ (বীর উত্তম) এর প্রথম জানাজা অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের ৩ নম্বর সেক্টর কমান্ডার ও ও ‘এস’ ফোর্সের সর্বাধিনায়ক স্বাধীন বাংলাদেশের প্রথম সেনা প্রধান,  সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত মেজর জেনারেল কে এম সফিউল্লাহ ( বীর উত্তম) ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।

মৃত্যুকালে তিনি ১ ছেলে ৩ মেয়ে ও স্ত্রী সহ অসংখ্যগুনগ্রাহী রেখে গেছেন।রবিবার (২৬ জানুয়ারি) সকাল ৮টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন তার মৃত্যু হয়। আজ বাদ যোহর নারায়ণগঞ্জের রূপগঞ্জ কাজী আবদুল হামিদ উচ্চ বিদ্যালয়ে মাঠে তার প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এর আগে দেশের এই বীর সন্তান মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার (বীর উত্তম) কে এম সফিউল্লাহ’র মরদেহ রাষ্টীয় মর্যাদা গার্ড অব অর্নার সম্মান জানানো হয় এবং এক মিনিট নিরবতা পালন করা হয়।বাদ আসর সেনাবাহিনীর কেন্দ্রীয় মসজিদে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।তার প্রথম জানাজায় উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, কে এম সফিউল্লাহ ( বীর উত্তম) এর একমাত্র ছেলে কাজী ওয়াকার আহমেদ, বিএবপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু, মেজর বাবুল রূপগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি এ্যাডভোকেট মাহাফুজুর রহমান হুমায়ন,সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন সহ সর্বস্তরের মানুষ জানাজায় অংশ নেন।কে এম সফিউল্লাহর ব্যক্তিগত সহকারী জিয়ার রহমান মনি জানায়, এই  সফিউল্লাহ দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। ডায়াবেটিস, হাইপারটেনশন, থাইরয়েডে জটিলতা, ফ্যাটি লিভার, ডিমেনশিয়াসহ নানা স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন ।১৯৩৪ সালের ২ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের রূপগঞ্জে জন্ম গ্রহণ করেন কে এম সফিউল্লাহ।১৯৭১ সালে সফিউল্লাহ ছিলেন জয়দেবপুরে দ্বিতীয় ইস্টবেঙ্গল রেজিমেন্টের দ্বিতীয় প্রধান। মুক্তিযুদ্ধের শুরুতে সফিউল্লাহ ছিলেন ৩ নম্বর সেক্টরের কমান্ডার। পরে তিনটি নিয়মিত আর্মি ব্রিগেড (ফোর্স নামে পরিচিত) গঠিত হলে ‘এস’ ফোর্সের নেতৃত্বে আসেন সফিউল্লাহ।

১৯৭১ সালের ১৩ ডিসেস্বর মেজর জেনারেল কেএম সফিউল্লাহ (বীর উত্তম) তার বাহিনী এবং মিত্র বাহিনী নিয়ে রূপগঞ্জের মাটিতে পা রাখেন।স্থানীয় মুক্তিযুদ্ধকালীন কমান্ডার আব্দুল জাব্বার খান পিনু ও তার বাহিনীকে সঙ্গে নিয়ে উপজেলার কড়াইতলায় বিজয়ের পতাকা তুলে রূপগঞ্জকে শত্রুমুক্ত করেন।মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য তিনি ‘বীর উত্তম’ খেতাব পান।দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত সেনাপ্রধানের দায়িত্ব পালন করেন তিনি। পরে মালয়েশিয়া, কানাডা, সুইডেন, ইংল্যান্ডসহ বিভিন্ন দেশে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। ১৯৭৫ সালের ২৪শে আগস্ট পর্যন্ত শফিউল্লাহ সেনাপ্রধানের দায়িত্ব পালন করেন। ১৯৭৬ সাল থেকে ১৯৯১ সাল পর্যন্ত ১৬ বছর তিনি বিভিন্ন দেশে বাংলাদেশের নিযুক্ত রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছেন। ১৯৯৫ সালে আওয়ামী লীগে যোগদান করেন এবং ১৯৯৬ সালে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...