নারায়ণগঞ্জ  বৃহস্পতিবার | ২রা অক্টোবর, ২০২৫ | ১৭ই আশ্বিন, ১৪৩২ শরৎকাল | ৯ই রবিউস সানি, ১৪৪৭

শিরোনাম
  |   আইন নিজের হাতে তুলে নেবেন না আড়াইহাজার থানা ওসি   |   মসজিদের মাইকে ঘোষণা দিয়ে গনপিটুনিতে ডাকাত নিহত   |   বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করে আর্থিক অনুদান দিলেন জাকির খান   |   মহাঅষ্টমীতে শঙ্খ, ঘণ্টা আর উলু ধ্বনির মধ্য দিয়ে কুমারী পূজা অনুষ্ঠিত   |   দুই গ্রুপের টেঁটাযুদ্ধ উভয় পক্ষের ১২জন আহত   |   এই দেশে ধর্ম দিয়ে কাউকে বিচার করা হবে না – আবদুল্লাহ আল আমিন   |   বিএনপিতে যোগদানে সর্বস্তরের শুভেচ্ছায় সিক্ত মাসুদুজ্জামান মাসুদ   |   দেশের মানুষ ওয়ানম্যান- ওয়ান ভোট পদ্ধতিতে চায় – ড. আবদুল মঈন খান   |   লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ এর  নতুন কমিটির অভ্যর্থনা চার্টার নাইট   |   বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নে আল মুজাহিদ মল্লিকের উঠান বৈঠক   |   প্রতিষ্ঠাবার্ষিকীতে মহানগর ছাত্রদলের রক্তদান ও ফ্রী মেডিকেল ক্যাম্পিং   |   বিএনপি একটি বড় দল এই দলের কোন অশুভ শক্তির জায়গা হবে না – সাখাওয়াত   |   সামর্থ্যহীন এমন ২ হাজার মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ সেবা প্রদান   |   শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নগদ অর্থ প্রদান করেন মাসুদুজ্জামান মাসুদ   |   বিএনপি – জামাত – এনসিপি কেউ দুর্নীতির বাইরে নয় – জোনায়েদ সাকি   |   আনিসুল ইসলাম সানি’র সাথে জাসাস নেতৃবৃন্দের সাক্ষাৎ   |   সঞ্চয় ও ঋণ গ্রহীতাদের টেকসই সেবা দিতে হবে – প্রধান নির্বাহী জাকির হোসেন    |   সন্ধি সংগঠনের উদ্যোগে ক্যারাম প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত    |   কাশিপুর ইউনিয়ন জাকের পার্টির উদ্যোগে মিলাদ ও দোয়া   |   দেশে বিষমুক্ত কৃষি উৎপাদনে কৃষকদের সচেতনতা জরুরি—মহাপরিচালক
 প্রচ্ছদ   লীড নিউজ   রাষ্ট্রীয় মর্যাদায় সাবেক সেনা প্রধান কেএম সফিউল্লাহ (বীর উত্তম) এর প্রথম জানাজা অনুষ্ঠিত
স্বাধীন দেশের প্রথম সেনা প্রধানের মৃত্যুতে গভীর শোক / রাষ্ট্রীয় মর্যাদায় সাবেক সেনা প্রধান কেএম সফিউল্লাহ (বীর উত্তম) এর প্রথম জানাজা অনুষ্ঠিত
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ ৩ নম্বর সেক্টর কমান্ডার ও ‘এস’ ফোর্সের সর্বাধিনায়ক, স্বাধীন বাংলাদেশের প্রথম সাবেক সেনা প্রধান ও সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল কেএম সফিউল্লাহ (বীর উত্তম) এর প্রথম জানাজা অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের ৩ নম্বর সেক্টর কমান্ডার ও ও ‘এস’ ফোর্সের সর্বাধিনায়ক স্বাধীন বাংলাদেশের প্রথম সেনা প্রধান,  সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত মেজর জেনারেল কে এম সফিউল্লাহ ( বীর উত্তম) ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।

মৃত্যুকালে তিনি ১ ছেলে ৩ মেয়ে ও স্ত্রী সহ অসংখ্যগুনগ্রাহী রেখে গেছেন।রবিবার (২৬ জানুয়ারি) সকাল ৮টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন তার মৃত্যু হয়। আজ বাদ যোহর নারায়ণগঞ্জের রূপগঞ্জ কাজী আবদুল হামিদ উচ্চ বিদ্যালয়ে মাঠে তার প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এর আগে দেশের এই বীর সন্তান মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার (বীর উত্তম) কে এম সফিউল্লাহ’র মরদেহ রাষ্টীয় মর্যাদা গার্ড অব অর্নার সম্মান জানানো হয় এবং এক মিনিট নিরবতা পালন করা হয়।বাদ আসর সেনাবাহিনীর কেন্দ্রীয় মসজিদে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।তার প্রথম জানাজায় উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, কে এম সফিউল্লাহ ( বীর উত্তম) এর একমাত্র ছেলে কাজী ওয়াকার আহমেদ, বিএবপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু, মেজর বাবুল রূপগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি এ্যাডভোকেট মাহাফুজুর রহমান হুমায়ন,সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন সহ সর্বস্তরের মানুষ জানাজায় অংশ নেন।কে এম সফিউল্লাহর ব্যক্তিগত সহকারী জিয়ার রহমান মনি জানায়, এই  সফিউল্লাহ দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। ডায়াবেটিস, হাইপারটেনশন, থাইরয়েডে জটিলতা, ফ্যাটি লিভার, ডিমেনশিয়াসহ নানা স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন ।১৯৩৪ সালের ২ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের রূপগঞ্জে জন্ম গ্রহণ করেন কে এম সফিউল্লাহ।১৯৭১ সালে সফিউল্লাহ ছিলেন জয়দেবপুরে দ্বিতীয় ইস্টবেঙ্গল রেজিমেন্টের দ্বিতীয় প্রধান। মুক্তিযুদ্ধের শুরুতে সফিউল্লাহ ছিলেন ৩ নম্বর সেক্টরের কমান্ডার। পরে তিনটি নিয়মিত আর্মি ব্রিগেড (ফোর্স নামে পরিচিত) গঠিত হলে ‘এস’ ফোর্সের নেতৃত্বে আসেন সফিউল্লাহ।

১৯৭১ সালের ১৩ ডিসেস্বর মেজর জেনারেল কেএম সফিউল্লাহ (বীর উত্তম) তার বাহিনী এবং মিত্র বাহিনী নিয়ে রূপগঞ্জের মাটিতে পা রাখেন।স্থানীয় মুক্তিযুদ্ধকালীন কমান্ডার আব্দুল জাব্বার খান পিনু ও তার বাহিনীকে সঙ্গে নিয়ে উপজেলার কড়াইতলায় বিজয়ের পতাকা তুলে রূপগঞ্জকে শত্রুমুক্ত করেন।মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য তিনি ‘বীর উত্তম’ খেতাব পান।দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত সেনাপ্রধানের দায়িত্ব পালন করেন তিনি। পরে মালয়েশিয়া, কানাডা, সুইডেন, ইংল্যান্ডসহ বিভিন্ন দেশে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। ১৯৭৫ সালের ২৪শে আগস্ট পর্যন্ত শফিউল্লাহ সেনাপ্রধানের দায়িত্ব পালন করেন। ১৯৭৬ সাল থেকে ১৯৯১ সাল পর্যন্ত ১৬ বছর তিনি বিভিন্ন দেশে বাংলাদেশের নিযুক্ত রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছেন। ১৯৯৫ সালে আওয়ামী লীগে যোগদান করেন এবং ১৯৯৬ সালে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...