শিরোনাম
জেলা ২য় ভাইস গভর্নর প্রার্থী / লায়ন রানাকে সমর্থন দিয়ে ভোট চাইলেন অধিকাংশ লায়ন্স ক্লাবের নেতৃবৃন্দ
হাসান উল রাকিব – নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ ২য় ভাইস গভর্নর পদে লায়ন রানাকে সমর্থন দিয়ে ভোট চাইলেন অধিকাংশ লায়ন্স ক্লাবে নেতৃবৃন্দরা। রবিবার ১৬ মার্চ সন্ধ্যায় ঢাকার বনানী ক্লাব লিমিটেড এর ব্যাংকোয়েট হলে লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ এর আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠানে আলোচনায় লায়ন নেতৃবৃন্দরা রানার পক্ষে ভোট চাইলেন।
অনুষ্ঠানে আলোচনায় অনুভূতি প্রকাশ করার সময় সাবেক ২য় ভাইস গভর্নর প্রার্থী জেলা লায়ন লিডার কিশোয়ার খান বলেছেন, লায়ন রানা’র প্রতি আমি ও আমার ক্লাবের পূর্ন সমর্থন রয়েছে। সম্মানিত ভোটাররা আপনারা লায়ন রানাকে ভোট দিয়ে জয়ুক্ত করুন। এসময় ৩১৫ এ ২ এর অধিকাংশ লায়ন্স ক্লাব নেতৃবৃন্দরা তাদের বক্তব্যে লায়ন রানাকে পূর্ন সমর্থন ও ভোট দিয়ে জয়ি করার প্রত্যাশা ব্যাক্ত করেন। আলোচনা শেষে ২য় ভাইস গভর্নর পদ প্রার্থী লায়ন এমরান ফারুক মইন রানা সকলের দোয়া সমর্থন ও ভোট চেয়ে আগামীতে জেলার উন্নয়ন কার্যক্রম গতিশীল করতে সহযোগিতা চান।এর আগে লায়ন রানার জীবন বৃত্তান্ত তুলে ধরা হয়। এতে বলে হয়লায়নিজমের নেতৃত্বে লায়ন এমরান ফারুক মইন রানা আমাদের একজন যোগ্য নেতা।

সে অত্যন্ত বিনয়ী, বন্ধুবৎসল, উদ্যোমী একজন সৎ মানুষ। তিনি নিজ পিতা পিডিজি ফারুক মইনের গর্বিত ইতিহাস ব্যাবহার করে তিনি জেলার নেতৃত্বে আসতে চাননি বরং সকলের ভালবাসা নিয়ে গণতান্ত্রিক পন্থায় সকলের মনে স্থান করে লায়নিজম জেলার নেতৃত্বে আসতে চেয়েছেন।
লায়ন ইমরান ফারুক মইন রানা তার লায়নিজমের ৩৭ বছরের ইতিহাসে একজন লায়ন মনস্ক পূর্নাঙ্গ মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। এমরান ফারুক মইন রানা নিজেও ঘোষনা করেছেন তাকে ২য় জেলা ভাইস গভর্নর হিসেবে একবার ভোট দিয়ে সুযোগ করে দিলে তার নিজের সর্বোচ্চ দিয়ে জেলার জন্য কাজ করবেন। তাই সকল লায়ন ভোটারদের অনুরোধ করছি লায়ণ এমরান ফারুক মইন রানাকে ভোট দিয়ে জয়যুক্ত করুন।
এসময় ইফতার মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেম জেলা ৩১৫এ-২ এর জেলা ১ম ভাইস গভর্নর শংকর কুমার রায় মনা এমজেএফ, জেলা ২য় ভাইস গভর্নর মহসিন ইমাম চৌধুরী রুনু পিএমজেএফ, সাবেক জেলা গভর্নর জালাল আহমেদ এমজেএফ, জেলা পর্যায়ে বিভিন্ন লায়ন নেতৃবৃন্দরা এসময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ এর পরিচালক লায়ন আনজুমান আরা আকসির এম জে এফ, লায়ন মোঃ সাইদুল্লাহ হৃদয়, লায়ন হায়দার আলী বাবলু, লায়ন সাদিয়া আফরোজ মুক্তি, লায়ন সায়েদুল ইসলাম শাকিল, লায়ন আশরাফুল আলম সিরাজী রাসেল সহ নারায়ণগঞ্জ ক্লাব অব নারায়ণগঞ্জ এর অন্যান্য নেতৃবৃন্দ ও ৩১৫ এ ২ এর আয়তায় বিভিন্ন লায়ন্স ক্লাবের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। #




