শিরোনাম
নুরুল ইসলাম স্মৃতি পাঠাগারের গুণীজন সম্মাননা অনুষ্ঠিত


নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নুরুল ইসলাম স্মৃতি পাঠাগারের আয়োজনে গুণীজন সম্মাননা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২১ মার্চ বিকেলে তল্লা ওয়াবদারপুল এলাকায় নুরুল ইসলাম স্মৃতি পাঠাগার কার্যালয়ে গুণীজন সম্মাননা ও আলোচনা সভা ২০২৫’ অনুষ্ঠিত।

এসময় চৈত্রের পড়ন্ত বেলায় নুরুল ইসলাম স্মৃতি পাঠাগার শিশু-কিশোরদের কোলাহলে মুখর ছিল অনুষ্ঠানটি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ, শিক্ষক ও লেখক ড. সেলিম জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত দ্বিভাষিক কবি শামীম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ. কে. এম ইলিয়াস, চিকিৎসক ও প্রকাশক রাজিয়া রহমান জলি এবং শিক্ষানুরাগী ও বিশিষ্ট ব্যবসায়ী কাশেম জামাল।

অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন অতিরিক্ত কর কমিশনার মর্তুজা শরিফুল ইসলাম এবং সঞ্চালনা করেন ড. রওনক জাহান। স্বাগত বক্তব্য প্রদান করেন সাংবাদিক আফজাল হোসেন পন্টি। অতিথিদের ফুল ও ক্রেস্ট প্রদান করা হয়। অতিথিগণ নুরুল ইসলাম স্মৃতি পাঠাগারকে শুভেচ্ছা উপহার হিসেবে বেশকিছু বই উপহার দেন। কবি শামীম আজাদ মর্তুজা শরিফুল ইসলামের মতো কার্যকর মানুয়ের প্রয়োজনীয়তার কথা বলেন। ড. সেলিম জাহান শিশুদের বইকে সঙ্গী করার ওপর গুরুত্ব প্রদান করেন। অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ নুরুল ইসলাম স্মৃতি পাঠাগারের সার্থকতা প্রত্যাশা করেন। #
