শিরোনাম
গ্রেফতার / গুলি করে পাভেল হত্যা মামলার প্রধান আসামী বাবু গ্রেফতার


নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের ফতুল্লার কাশীপুরে পাভেল নামের এক যুবককে গুলি করে হত্যা মামলার আসামী বাবুকে গ্রেফতার করেছে র্যাব-১১। গত ৩১ মার্চ সোমবার ঈদের দিন ভোরে ফতুল্লার পঞ্চবটি-মুক্তারপুর রোডের কাশিপুর এলাকার লায়ন চক্ষু হাসপাতালের পাশে এ ঘটনা ঘটে। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৩টার দিকে গুলিবিদ্ধ যুবকের মৃত্যু হয় ।

নিহত পাভেল নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিপুর মধ্যপাড়ার এলাকার হাসমত উল্লাহর ছেলে।
গত ৩০ মার্চ রোববার সন্ধ্যায় ইফতারের পর চুল কাটানোর জন্য বের হন পাভেল। পরে রাত ১০টার দিকে পাভেলের বড় ভাই রুবেলের মোবাইলে একটি কল আসে। কিন্তু কেউ কথা না বলে কলটি কেটে দেন। পরদিন ভোর ৬টার দিকে পাবেলের খালাতো ভাই মোঃ রিফাত ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে যাচ্ছিলেন। এসময় তিনি পাভেলকে গুলিবিদ্ধ অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখেন। পরে বড় ভাই মাসুম সহ এলাকাবাসী তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। সেখানে চিকিৎসারত অবস্থায় বিকাল তিনটায় কর্তব্যরত চিকিৎসক পাভেলকে মৃত ঘোষনা করেন।
এই ঘটনায় নিহতের মা নূরী বেগম বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।
এই নৃশংস হত্যা কাণ্ডে জড়িত আসামিদেরকে গ্রেফতারের জন্যে র্যাব-১১ গোয়েন্দা নজরদারি ও তথ্য সংগ্রহ শুরু করে ।

পরে র্যাব-১১ সদর কোম্পানি নারায়ণগঞ্জ এবং র্যাব-৮, সদর কোম্পানি বরিশাল এর একটি যৌথ টিম নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৮ এপ্রিল দুপুরে বরিশাল জেলার সদর থানা কাশীপুর এলাকায় অভিযান পরিচালনা চাঞ্চল্যকর হত্যা মামলা প্রধান ও এজাহারভুক্ত প্রধান আসামি মায়সার আহমেদ বাবুকে (২৯) গ্রেফতার করে। বাবু ফতুল্লা থানার কাশীপুর মধ্যমপাড়া এলাকার
ফিরোজ আহমেদের ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি মায়সার আহমেদ বাবু পাভেল হত্যার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। এই নিয়ে এ হত্যার সাথে জড়িত দুইজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।
আসামি বাবুকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে। #
