আটক / নারী ধর্ষণ ও অর্থ আত্মসাতের অভিযোগে ভুয়া সেনা কর্মকর্তা গ্রেফতার


নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ সিদ্ধিরগঞ্জে সেনা কর্মকর্তা পরিচয়ে প্রতারণার মাধ্যমে ধর্ষণ ও অর্থ আত্মসাতের অভিযোগে ফয়সাল আহম্মেদ (৩৪) নামে এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৩ আগস্ট) ভোরে আড়াই হাজার থানার উলুকান্দি পশ্চিমপাড়া এলাকার আলমের বাড়ির দোতলা থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত ফয়সাল নরসিংদী জেলার মাধবদী থানার পাঁচদোনা মেহেরপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি নিজেকে বাংলাদেশ সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার হিসেবে পরিচয় দিতেন এবং ভুয়া আইডি কার্ড ব্যবহার করে প্রতারণা চালাতেন।
ভুক্তভোগী নারীর অভিযোগ অনুযায়ী, প্রায় এক বছর আগে তিনি সিদ্ধিরগঞ্জে বাগমারা এলাকায় ভাইয়ের বাসায় বেড়াতে গেলে ফয়সালের সঙ্গে পরিচয় হয়। তখন ফয়সাল নিজেকে কুমিল্লা ক্যান্টনমেন্টে কর্মরত সেনা কর্মকর্তা দাবি করে এবং একটি সেনাবাহিনীর পরিচয়পত্র দেখিয়ে তার বিশ্বাস অর্জন করে।
পরবর্তীতে ভুয়া পরিচয়ের আড়ালে ওই নারীকে প্রেমের ফাঁদে ফেলে শারীরিক সম্পর্ক স্থাপন করে। চলতি মাসের ৯ আগস্ট তিনি ওই নারীর কাছ থেকে ১ লাখ টাকা নিয়ে ময়মনসিংহে নিয়ে যান এবং সেখানে ভাড়া বাসায় জোরপূর্বক ধর্ষণ করেন। এরপর কক্সবাজারসহ বিভিন্ন স্থানে নিয়ে বারবার তাকে নির্যাতন করা হয়।
ভুক্তভোগী নারী একপর্যায়ে বুঝতে পারেন যে ফয়সাল সেনাবাহিনীর কেউ নন। ওই নারী অভিযোগ করেন, বিষয়টি জানাজানি হওয়ার পর টাকা ফেরতের দাবি করলে তাকে প্রাণনাশের হুমকি দেয় ফয়সাল। অবশেষে ২১ আগস্ট সকালে কৌশলে ভাইকে ফোন করে বিষয়টি জানান ভুক্তভোগী ওই নারী। পরে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় শনিবার ভোর রাতে অভিযান চালিয়ে নারীকে উদ্ধার ও প্রতারক ফয়সাল কে গ্রেফতার করে।
গ্রেফতারের সময় প্রতারণায় ব্যবহৃত একটি ভুয়া সেনাবাহীনির আইডি কার্ড, একটি আর্মি ব্যাগপ্যাক, আর্মি রঙের টি-শার্ট এবং ২৪ হাজার টাকা উদ্ধার করে।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) ওমর ফারুক জানান , ভুক্তভোগী ওই নারীর ভাই এসে আমাদের কাছে বোনকে খুজে না পাওয়ার অভিযোগ করেন। এই অভিযোগের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সহায়তায় ফয়সালকে গ্রেফতার করা হয়। তাকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে জানা যায় সে বগুরা কেন্টনমেন্টের এক সেনা কর্মকর্তার গৃহকর্মী হিসেবে কর্মরত ছিলো। পরবর্তীতে সেখান থেকে সে চলে এসে বিভিন্ন সময় সেনা কর্মকর্তা পরিচয় দিয়ে প্রবাসিদের স্ত্রীদের টার্গেট করতো। সেই ধারাবাহিকতায় এই নারীর সাথে প্রতারনা করেন। #