শিরোনাম
সমালোচনা / ঈদে মিলাদুন্নবী দিনে বিএনপি বিজয় র্যালী নিয়ে সর্বত্রই সমালোচনা


বন্দর প্রতিবেদকঃ পবিত্র ঈদে মিলাদুন্নবী(সঃ)এর দিবসে বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হীরনের বিজয় র্যালী
নিয়ে সর্বত্রই আলোচনা-সমালোচনার ঝড় বইতে শুরু করছে। ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী হলেও বিএনপি নেতা হীরন ১২ রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবীর দিন র্যালিটি করায় নেতা-কর্মীসহ সাধারণ ধর্মপ্রাণ মুসল্লীদের মাঝে তীব্র সমালোচনা ও ক্ষোভের সঞ্চার করছে। নাম প্রকাশ না করার শর্তে বিএনপির জনৈক নেতা জানান,আমরা মুসলমান।
১২ রবিউল আউয়াল আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লালাহু ওয়ালাইহে আসসালাম এর জন্মদিন অথচ এই দিনে উনি বিজয় র্যালি দিলেন এটা খুবই বেমানান। অন্য যে কোন দিন দিলে পারতো। আসলে তারমতো নেতাদের কারণে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয়।
যাদের সামন্যতম জ্ঞান নেই তারা রাজনীতিতে না আসাই ভাল। এখানে হীরন সাহেব দলকে বিতর্কিত করতে চাইছেন। অপরাপর যুবদল নেতা একই শর্তে বলেন,এরাতো ত্যাগ না করেই পদ পেয়ে গেছেন যে কারণে কি করবো দিশা পায় না। ভুলে গেলে চলবে বা মুসলমানের রাজনীতি আগে নয় ধর্ম আগে। সুতরাং হীরনের বিতর্কিত কর্মকান্ড দল বহন করবে না। তার বিরুদ্ধে দলের হাই কমান্ডের ব্যবস্থা নেয়া উচিত।#