শিরোনাম
প্রশিক্ষন / সঞ্চয় ও ঋণ গ্রহীতাদের টেকসই সেবা দিতে হবে – প্রধান নির্বাহী জাকির হোসেন


নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আয়োজনে দুইদিনব্যাপি সঞ্চয় ও ঋণ ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কনফারেন্স রুমে এ প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে জাকির হোসেন বলেন, সঞ্চয় ও ঋণ ব্যবস্থাপনা নিয়ে এ প্রশিক্ষনে যারা অংশগ্রহণ করেছেন,

এ অভিজ্ঞতা মাঠপর্যায়ে কাজে লাগিয়ে সঞ্চয় ও ঋণ গ্রহীতাদের টেকসই সেবা প্রধান করতে হবে। তাহলে এ প্রশিক্ষন কর্মসূচী সার্থক হবে।
এসময় সঞ্চয় ও ঋণ ব্যবস্থাপনা কাজে নিয়োজিত সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রশিক্ষনে অংশগ্রহন করেন। #
