শিরোনাম
সড়ক দুর্ঘটনা / বিকল হওয়া ট্রাক উদ্ধারের সময় সড়ক দুর্ঘটনায় দুই চালক নিহত


নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের কাচপুর ব্রিজে সড়ক দুর্ঘটনায় দুই ট্রাক চালক নিহতের হয়েছ । বৃহস্পতিবার সকাল আনুমানিক ৬টায় এ দুর্ঘটনা ঘটে।
শিমরাইল হাইওয়ে পুলিশের ইনচার্জ ট্রাফিক পরিদর্শক মোহাম্মদ জুলহাস উদ্দিন জানান, ভোরে কাচপুর ব্রিজের ওপরে একটি ট্রাক বিকল হয়ে পড়ে। সেটিকে সড়ানোর জন্য ট্রাক চালক আরেকটি ট্রাকের সাহায্যে সেটিকে সড়াতে গেলে ঢাকা মুখি লেনের সড়ক বিভাজনের সাথে ট্রাকটি আটকে যায়। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে ট্রাকগুলো আটকে যাওয়ায় তারা অন্যান্য পরিবহন চলাচল স্বাভাবিক রাখতে কাজ করছিলো।
পরে শিমরাইলের সাজেদা হাসপাতাল সংলগ্ন চায়ের দোকানে যাওয়ার সময় চট্টগ্রাম মুখি লেনে অজ্ঞাত পরিবহনের চাপায় দুজন নিহত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহত দুজন ওই ট্রাকেরই চালক। তবে তাদের মধ্যে একজনের নাম রাকিব বলে জানা গেলেও অপরজনের নাম পরিচয় নিশ্চিত হতে পারেনি হাইওয়ে পুলিশ। মরদেহ দুটি উদ্ধার করে কাচঁপুর হাইওয়ে থানায় রাখা হয়েছে। #