শিরোনাম
বিসর্জনস্থল সহ নগরী নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢাকা / নারায়ণগঞ্জে প্রতিমা বিসর্জনস্থল পরিদর্শন করেছেন ডিসি এসপি


নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জে শারদীয় দূর্গোৎসবে মহা বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যাবস্থা গ্রহন করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
বৃহস্পতিবার বিকেলে প্রতিমা বিসর্জনের স্থান ৫ নং ঘাট পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া ও পুলিশ সুপার মোঃ জসিম উদ্দিন।

এসময় জেলা প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনীর উর্ধতন কর্মকর্তা ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় জেলা প্রশাসক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সার্বিক খোঁজ খবর নেয়। এসময় প্রশাসনের নির্ধারিত নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিমা বিসর্জনের জন্য পূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দদের প্রতি আহ্বান জানান।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ জসিম উদ্দিন জানিয়েছেন, বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনে নারায়ণগঞ্জে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যাবস্থা গ্রহন করা হয়েছে। নিরাপত্তার দায়িত্তে নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্কাবস্থায় থাকবে। জেলা গত ৫ দিন শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব অনুষ্ঠিত হয়েছে। বিসর্জনের দিনেও আইনশৃঙ্খলার সকল পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে। #
