শিরোনাম
আটক / দেওভোগ মার্কেটে চাঁদাবাজি করতে গিয়ে মাদক ব্যাবসায়ী চাঁদাবাজ সানি আটক
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ শহরের দেওভোগ পোশাক প্রস্তুতকারক মার্কেটে চাঁদাবাজি করার সময় সানি নামের এক চাঁদাবাজকে ব্যাবসায়ীরা আটক করে পুলিশে সোপর্দ করেছে।
চাঁদাবাজি অভিযোগে
আটক সানি (৩০) রেলীর বাগান এলাকার মৃত ভুট্টু মিয়ার ছেলে।

রবিবার ২৬ অক্টোবর দুপুরে দেওভোগ পোশাক ব্যাবসা কেন্দ্রে ফরিদা মার্কেটে এ ঘটনা ঘটে।
ব্যাবসায়ীরা অভিযোগ করেছে, ফরিদা মার্কেটের আলআমিন নামের পোশাক প্রস্তুতকারক গার্মেস্টসের কারখানায় গিয়ে সানি ও তার সহযোগিরা হৃদয় নামের এক শ্রমিকের কাছ থেকে ৫ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা না দেওয়ায় ওই শ্রমিককে তুলে নিয়ে মারধর করে সানি সহ তার সহযোগিরা । পরে টাকা দেওয়ার আশ্বাস দিয়ে কৌশলে মার্কেটের শ্রমিক ও ব্যাবসায়ীরা জনতার সহায়তায় সানিকে আটক করে। তবে এ সময় তার আরও তিন সহযোগী পালিয়ে যায়।
ভুক্তভোগী শ্রমিকরা জানান, সানি ও তার সহযোগীরা প্রায়ই মার্কেটের সিঁড়িতে আড্ডা দেয় এবং শ্রমিকদের কাছে জোরপূর্বক মাদক বিক্রির চেষ্টা করে। কেউ আপত্তি জানালে চাকু-ছুরি দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে। এছাড়া প্রতি সপ্তাহে শ্রমিকরা বেতন পেলেই তারা জোরপূর্বক টাকা আদায় করে।
দেওভোগ পোশাক প্রস্তুতকারক মালিক সমিতির সাধারণ সম্পাদক সুজন মাহমুদ বলেন,
আলামিন গার্মেন্টসের এক শ্রমিকের কাছ থেকে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে টাকা নেওয়ার চেষ্টা করছিল সানি। ঘটনাস্থলেই জনতা তাকে ধরে ফেলে এবং আমরা তাৎক্ষণিকভাবে প্রশাসনকে খবর দিই। পরে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়।

তিনি আরও বলেন,
এই চক্রটি দীর্ঘদিন ধরে শ্রমিকদের টার্গেট করে টাকা আদায় করছে। টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা মাদক দিয়ে পুলিশে দেওয়ার হুমকি দেয়। আমরা মার্কেটকে ছিনতাইমুক্ত রাখতে বদ্ধপরিকর।
দেওভোগ দর্জি শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক নূর ইসলাম বলেন,এই চক্রের চারজন সদস্য শ্রমিকদের উঠিয়ে নিয়ে মুক্তিপণ আদায়ের চেষ্টা করে। আমাদের ইউনিয়নের পক্ষ থেকে আমরা বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করব।
এ বিষয়ে সদর মডেল থানার পরিদর্শক মোহাম্মদ নাসির আহম্মদ জানিয়েছেন, ব্যাবসায়ীরা সানি নামের এক যুবককে আটক করে পুলিশে হাতে তুলে দিয়েছে। তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করেছেন তারা। এ বিষয়ে তদন্ত করে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহন করবে। #



