শিরোনাম
প্রীতিম্যাচ / প্রীতি ফুটবল ম্যাচে সোনালী সকাল ক্রীড়া ও সেবা সংঘের জয়
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ সোনালী সকাল ক্রীড়া ও সেবা সংঘের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচে “কে আর বয়েস স্পোর্টিং ক্লাব লালবাগ দলকে ১-০ গোলে হারিয়ে সোনালী সকাল ক্রীড়া ও সেবা সংঘ জয় লাভ করেছে। শনিবার( ১৫ নভেম্বর) বিকাল ৪ টায় নারায়ণগঞ্জ সিটি পার্ক মিনি স্টেডিয়ামে সোনালী সকাল ক্রীড়া ও সেবা সংঘের আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রীতি ম্যাচে অংশগ্রহণ কারী ফুটবল দল দুটি ছিল সোনালী সকাল ক্রীড়া ও সেবা সংঘ এবং কে আর বয়েস স্পোর্টিং ক্লাব লালবাগ, ঢাকা।

কে আর স্পোর্টিং ক্লাব কে ১ – ০ এক শুন্য গোলে পরাজিত করে বিজয়ী হয় সোনালী সকাল স্পোর্টিং ক্লাব। বিকাল চারটায় ফুটবল খেলা শুরু হয় এসময় খেলাপ্রেমী ও দর্শকের উপস্থিতি ছিল স্টেডিয়ামের চারপাশে।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোয়াজ্জেম হোসেন লাভলু, মোঃ আল আমিন, মোঃ শাহাবুদ্দিন, তাহের হোসেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, সোনালী সকাল ক্রীড়া ও সেবা সংঘের সভাপতি আলহাজ্ব নিজাম উদ্দিন মৃধা, সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুর রব সিকদার,
সহ- সভাপতি আব্দুল লতিফ মিয়া, ক্রীড়া সম্পাদক লাল মোহাম্মদ, সাংগঠনিক সম্পাদক ডা. জাকির, কোষাদক্ষ মোঃ শহীদুল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ ওয়াহিদ, সহ- সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান বিপ্লব প্রমুখ #



