শিরোনাম
মানববন্ধন / বন্দরে গ্যাসের পাইপ সংস্কার দাবিতে মানববন্ধন করে সড়ক অবরোধ
বন্দর প্রতিনিধি; বন্দরে তিতাস গ্যাসের পাইপ সংস্কারের দাবিতে মানববন্ধনসহ সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছে গ্যাস বঞ্চিত ভূক্তভোগী নারী পুরুষরা। সোমবার (১ ডিসেম্বর) বেলা ১১টায় বন্দর থানার ২১নং ওয়ার্ডের সোনাকান্দা ত্রিবেনীপুলের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহনরত বিক্ষুদ্ধ জনতা আগামী ৪৮ ঘন্টা মধ্যে গ্যাসের সমস্যা সমাধান করা না হলে কঠোর আন্দোলনের হুমকি দেন। সড়ক অবরোধ করে মানববন্ধনের ঘটনায় বন্দর টু কলাগাছিয়া সড়ক ও বন্দর টু মদনগঞ্জ সড়রকে দীর্ঘ যানযট সৃষ্টি হয়।

পরে খবর পেয়ে বন্দর থানা ও বন্দর ফাঁড়ী পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে যানযট নিরশন করে।
সমাজ সেবক মনির হোসেনের সভাপতিত্বে এবং এনামুল হক রুমেল এর সঞ্চালনায় মানববন্ধনে শতশত নারী পুরুষ অংশগ্রহন করে। পরে ২০ নং ও ২১ ওয়ার্ডের সাবেক কাউন্সিলরা উপস্থিত হয়ে এলাকাবাসীর সাথে একাত্মতা প্রকাশ করে।#



