শিরোনাম
দোয়া কামনা / ডেঙ্গুতে আক্রান্ত জাসান নেতা আনিসুল ইসলাম সানি সকলের দোয়া চেয়েছেন
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ বাংলাদশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠন-জাসাস কদ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহায়ক ও নারায়ণগঞ্জ জলা বিএনপির সাবক যুগ্ম সম্পাদক এবং দৈনিক দেশের আলাে’র সম্পাদক ও প্রকাশক আনিসুল ইসলাম সানি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতলে ভর্তি হয়েছেন।

গত রােববার ৩০ নভম্বর তিনি হঠাৎ অসুস্থ্য হয়ে পড়েন। ২ ডিসেম্বর ডেঙ্গু পজিটিভ রিপোর্ট আসায় চিকিৎসকের পরামর্শে শহরের চাষাঢ়া হেলথ রিসোর্ট হাসপাতালে ভর্তি হয়েছেন।
আনিসুল ইসলাম সানি তার রাগমুক্তির জন্য সকলের নিকট দােয়া ও সুস্থ্যতা কামনা করছন।
আহবায়ক মাঃ দুলাল, বিএনপি নতা মনির হাসন ও মাঃ মাসুদ প্রমূখ। #



