শিরোনাম
বৃক্ষ মেলা / বৃক্ষ মেলা পরিবেশবান্ধব ও সবুজ আন্দোলনকে এগিয়ে নিবে – মাসুদুজ্জামান মাসুদ
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জে শিক্ষার্থীদের আয়োজনে দিনব্যাপী ৫ টাকায় বৃক্ষ মেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে নগরীর নারায়ণগঞ্জ সিটি পার্কে শিক্ষার্থীদের আয়োজনে ৫ টাকায় বৃক্ষ মেলার উদ্বোধন করেন নারায়ণগঞ্জ ৫ আসনের বিএনপির মনোনিত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ।

এসময় মাসুদুজ্জামান মাসুদ বলেন, শিক্ষার্থীদের পরিবেশবান্ধব চিন্তা ও সবুজ আন্দোলনকে এগিয়ে নিতে এ আয়োজন বিশেষ ভূমিকা রাখবে। এবং বৃক্ষরোপনে মানুষের মধ্যে সচেতনতা তৈরী হবে। মেলায় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি চারা মাত্র ৫ টাকায় বিক্রি করা হয়। স্বল্প মূল্যে গাছের সংগ্রহ করতে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ মেলায় অংশ নেয়।

আয়োজক শিক্ষার্থীরা জানায়, পরিবেশ রক্ষায় সবাইকে উৎসাহিত করতে এবং বৃক্ষরোপণে আগ্রহী করতে তাদের এই আয়োজন।
অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবকসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন। #



