নবীনগরে খানকায়ে দারুল ইস্কে ফাতেহা-ই-ইয়াজদহম কুল ফাতেহা, | নেওয়াজ বিতরন অনুষ্ঠিত
হাসান উল রাকিব, নারায়ণগঞ্জের খবরঃ ব্রাহ্মনবাড়ীয়ায় নবীনগর ভিটি বিশারা এলাকায় খানকায়ে দারুল ইস্কে বড় পীর আবদুল কাদের জিলানী (রহঃ) ফাতেহা-ই-ইয়াজদহম অনুষ্ঠিত। ১১ নভেম্বর শুক্রবার রাত নয়টায় বাঞ্ছারামপুর ভিটি বিশারা এলাকায় খানকায়ে দারুল ইস্কে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্বির্য্যরে মাধ্য দিয়ে গাউসূল আজম দস্তগীর , পীরানে পীর, মাহাবুবে সুবহানী, কুতুবে রাব্বানী,ইমামুল আউলিয়া, শেখ সৈয়দ মহিউদ্দিন হযরত আবদুল কাদের জিলানী (রহঃ) ফাতেহা-ই-ইয়াজদহম ওরশ মোবারক পালিত হয়েছে। ওরশের কর্মসূচীতে ফাতেহা-ই-ইয়াজদহম এর কুল ফাতেহা বিশেষ দোয়া, মজলিসে সামা ও নেওয়াজ বিতরন করা হয়। এসময় উপস্থিথ ছিলেন, খানকায়ে দারুল ইস্কের বর্তমান গদ্দিনাশীন পীরজাদা হযরত শাহ সৈয়দ খাজা আবুজার হাসান নক্সেবন্দ আবুল ওলাই, হরত শাহ সৈয়দ খাজা ওয়াজির হাসান নক্সেবন্দ আবুল ওলাই, হযরত শাহ সৈয়দ খাজা দায়েম হাসান নক্ক্সেবন্দ আবুল ওলাই, হযতর শাহ সৈয়দ খাঁজা তাজাওয়ার হাসান নক্ক্সেবন্দ আবুল ওলাই। ওরশে অংশ নিতে দেশের বিভিন্ন জেলা থেকে তরিকতের পীর ভাই বোন আশেকান মুরিদান ও ভক্তবৃন্দরা অংশ গ্রহন করেন।#