নারায়ণগঞ্জ  শনিবার | ১৭ই মে, ২০২৫ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩২ গ্রীষ্মকাল | ১৮ই জিলকদ, ১৪৪৬

শিরোনাম
  |   ইসলামী আন্দোলন কলাগাছিয়া ইউনিয়ন শাখা পরিচিতি সভা অনুষ্ঠিত   |   সোনারগাঁয়ে প্রত্ন সম্পদ সংরক্ষণ শীর্ষক গোলটেবিল বৈঠক   |   সাংবাদিক জিসান-মিথুনের মুক্তি দাবি রফিউর রাব্বির   |   বিকেএমইএ’র কার্যনির্বাহী সভাপতি হাতেম, ৭ সহ সভাপতি নির্বাচিত   |   মাদক বিক্রির টাকা ভাগভাটোয়ারা নিয়ে জিমখানায় যুবক হত্যা   |   আইভী ইস্যুতে মামলায় রিয়াদ সহ গ্রেফতার ৪   |   বিএনপি থেকে বিহিস্কৃত রিয়াদ মাহামুদ চৌধুরী বিমানবন্দরে আটক   |   আম কুড়াতে গিয়ে বজ্রপাতে যুবক নিহত    |   গভীর রাতে অযথা রাস্তায় ঘুরাফেরার অপরাধে ৩ যুবক আটক   |   বন্দরে বজ্রপাতে ৮ম শ্রেণী শিক্ষার্থী নিরবের মৃত্যু   |   অটোরিক্সা চালক জামান মিয়া হত্যা মামলায় তিন আসামীর ফাঁসি   |   বাড়িতে ফেরার পথে পোশাকক শ্রমিককে সংঘবদ্ধ ধর্ষণ   |   আজাদ রিফাত ক্রিকেট ফেস্টিভাল সিজন -১ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত   |   ৭১ টিভি সাংবাদিক রিয়াজের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন বিক্ষোভ   |   আইভীকে গ্রেফতারের সময় বাঁধা প্রদান, হামলা মামলায় ৩ জন গ্রেফতার   |   জমি অধিগ্রহণের চেক প্রদান করেন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা   |   লায়ন ডিস্ট্রিক্ট নির্বাচনে মনা, মহসিন, রানা নির্বাচিত    |   ইটভাটায় মাটি বিক্রি না করায় পুলিশের উপস্থিতিতে বৃদ্ধার ওপর হামলা   |   ভারত পাকিস্তান যুদ্ধ শুরু, চলছে পাল্টাপাল্টি হামলায়, হতাহত | ৫ বিমান ভূপাতিত   |   হকার জুবায়ের হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন
 প্রচ্ছদ   রাজনীতি   বন্দরের ৫টি ইউনিয়নে আ’লীগের কাউন্সিল | শেষ মুহুর্তে প্লাস মাইনাসের হিসেব-নিকেশ
বন্দরের ৫টি ইউনিয়নে আ’লীগের কাউন্সিল | শেষ মুহুর্তে প্লাস মাইনাসের হিসেব-নিকেশ
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
বন্দর প্রতিবেদকঃ  বন্দরের ৫টি ইউনিয়ন আওয়ামীলীগের কাউন্সিলকে সামনে রেখে শেষ মুহুর্তে প্লাস মাইনাসের হিসেব-নিকেশ খেলায় চরম হতাশ গ্রস্থ হয়ে পরেছে তৃনমূল পর্যায়ে নেতাকর্মীরা। তারা ক্ষোভ প্রকাশ করে জানিয়েছে, বন্দর উপজেলার ৫টি ইউনিয়নের মধ্যে বিশেষ করে কলাগাছিয়া, মুছাপুর ও বন্দর ইউনিনে আওয়ামীলীগের সভাপতি ও সাধারন সম্পাদক পদসহ সংগঠনটির শীর্ষ পদ গুলো বাগিয়ে নিতে উল্লেখিত ইউনিয়নর বেশ কিছু হাইব্রীড নেতা বেশ তৎপর হয়ে উঠেছে। হাইব্রীড নেতারা উল্লেখিত ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃত্ব দেওয়ার জন্য জেলার শীর্ষ নেতাদের থেকে শুরু করে উপজেলা পর্যায়ে নেতাদের আর্শিবাদ নেওয়ার জন্য তাদের পেছনে কারি কারি টাকা খরচ করার অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়াও নেতাকর্মীদের অভিযোগ ঐহিত্যবাহী সংগঠনটির নেতৃত্ব দেওয়ার জন্য ইতিমধ্যে জামায়াত ঘেষা নূর জাম্মান বন্দর উপজেলার শীর্ষ নেতাদের আর্শিবাদ নেওয়ার জন্য ব্যাপক লবিং চালিয়ে আসছে। এ ছাড়াও কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের কাউন্সিলকে সামনে রেখে কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগ তিন ভাগে বিভক্ত হয়ে পরেছে। নাম প্রকাশ কারা শর্তে কলাগাছিয়া ইউনিয়ন বেশ কয়েকজন আওয়ামীলীগ নেতা জানান, আসন্ন কাউন্সিলকে সামনে রেখে কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগ তিন ভাগে বিভক্ত হয়ে পরেছে। কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের বৃহত্তম অংশটি বন্দর উপজেলার আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ¦ কাজিম উদ্দিন প্রধানের উপর আস্থা করে তার সমর্থিত সভাপতি প্রার্থী আমিরুজ্জামান ও সাধারন সম্পাদক একেএম ইব্রাহিম কাশেমের পাশে রয়েছে। এ ছাড়াও বন্দর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ এম.এ রশীদের সমর্থিত সভাপতি প্রার্থী মাঈন উদ্দিন তুষার ও সাধারন সম্পাদক পদে সোয়েব মোহাম্মদ লিটনের নামও ব্যাপক ভাবে শুনা যাচ্ছে। এদিকে জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই এর সমর্থিত সভাপতি পদে কুতুব উদ্দিন ও সাধারন সম্পাদক পদে ইশতিয়াক আহাম্মেদ জারজিসও পদ বাগিয়ে নেওয়ার জন্য মাঠে  রয়েছে। বিশেষ করে এমএ রশিদের সমর্থিত সভাপতি প্রার্থী মাঈন উদ্দিন বিরুদ্ধে মোটা অংকের টাকা বিনিময়ে কাউন্সিলরদের প্রভাবিত করার অভিযোগ রয়েছে। এ ছাড়ার বন্দর ইউয়িন সভাপতি পদে বিএনপি জামায়াত ঘেষা নূর জ্জামান সভাপতি পদটি বাগিয়ে নেওয়ার জন্য প্রচুর টাকা খচর করে আসছে। দলের মধ্যে কিছু সুবিধাবাদী কতিপয় নেতারা বিএনপি জামায়াত ঘেষা নব্য আওয়ামীলীগার নূরজ্জামানকে নেতৃত্বে নিয়ে আশার জন্য প্রানপন চেষ্টা চালিয়ে আসার অভিযোগ রয়েছে। সে সাথে মুছাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পদক পদে জনী নামে এক ব্যাক্তি প্রচুর টাকা খরচ করে নেতৃত্বে আশার পাঁয়তারা করছে। মুছাপুর ইউনিয়ন আওয়ামীলীগের কয়েকজন নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, মুছাপুর ইউনিয়ন আওয়ামীলীগ সাংগঠনিক ভাবে অন্যান্য ইউনিয়নের তুলনায় অনেক দূর্বল। গত ১৫ বছর ধরে এ ইউনিয়ন থেকে নৌকা প্রার্থী জয়ী হতে পারেনি। তার কারন হলো এখানকার আওয়ামীলীগের নেতারা জাতীয় পাটি মনোনিত চেয়ারম্যানের কথায় ইঠে এবং বসে। সাধারন সম্পাদক প্রার্থী জনী জাতীয় পার্টি ঘেষা আওয়ামীলীগার। টাকা জোরে মুছাপুর ইউনিয়ন আওয়ামীলীগের  সাধারন সম্পদেক পদ অসিন হতে বেশ মরিয়া হয়ে উঠেছে। এ ব্যাপারে কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক একেএম ইব্রাহিম কাশে জানান, কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের কাউন্সিলরদের তালিকা চুরান্ত হয়ে গেছে। প্রতিটি ওয়ার্ড  ১৯ জন কাউন্সিলর রয়েছে। ৯টি ওয়ার্ডে সর্বমোট কাউন্সিলর হলো ১৭১ জন। কোআপ কাউন্সিলর ১৫ জন সে সাথে কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের ৬২ জন কাউন্সিলরের মধ্যে ১২ জন কাউন্সিলর মৃত্যু বরণ করায় ৫০ জন কাউন্সিলরকে চুরান্ত করা হয়। আমাদের ইউয়িনের কাউন্সিলদের চরান্ত লিস্ট অচিরেই উপজেলা আওয়ামীলীগের হাইকমান্ডের কাছে প্রেরণ করা হবে। তারা কাউন্সিলের দিন নির্ধারণ করবে।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!
error: Content is protected !!