নাসিম ওসমান সেতুতে সড়ক দুর্ঘটনায় সংরক্ষিত নারী ইউপি সদস্যের ছেলে সিমন নিহত | আহত ২
মোঃ শহিদুল ইসলাম শিপুঃ বন্দর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের বন্দরে নাসিম ওসমান ৩য় শীতলক্ষ্যা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় নরী কাউন্সিল নিলুফা ইসলামের ছেলে সিমন (২২) নিহত হয়েছে। এসময় আরো ২ জন আহত হয়েছে। আহতদের মধ্যে সিমনের সাথে থাকা মোটরসাইকেল আরোহী এক যুবকের অবস্থা আশংকাজনক বলে পুলিশ জানিয়েছে। এ বিষয়ে ঘটাস্থলে যাওয়া নারায়ণগঞ্জ সদর মডেল থানার এ এস আই খোকন জানিয়েছে, ১২ নভেম্বর শনিবার রাত সাড়ে আটটায় সিমন তার এক বন্ধুকে নিয়ে নাসিম ওসমান ৩য় শীতলক্ষ্যা সেতুতে মোটরসাইকেলে ঘুরতে যায়। বন্দর থেকে সৈয়দপুর আসার সময় সেতুর মাঝামাঝি অবস্থানে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার করলে পড়ে। এসময় দুই মোটরসাইকেল আরোহী সহ তিনজন আহত হয়। গুরুতর আহর মোটরসাইকেল আরোহী সিমন ও তার অজ্ঞাত বন্ধুকে ঢাকা হাসপাতালে নেওয়ার পথে সিমনের মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে তার বন্ধুর অবস্থাও আশংকাজনক। নিহত সিমন নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী কাউন্সিলরনিলুফা ইসলামের ছেলে।( বিস্তারিত আসছে..) #