শিরোনাম
নবনির্বাচিত তথ্য সম্পাদককে বন্দর নাগরিক কমিটির শুভেচ্ছা
বন্দর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ জেলা সমিতির নব নির্বাচিত সাধারণ সম্পাদক ও বাংলার চোখ পত্রিকার সম্পাদক কে.এম আবু হানিফ হৃদয় ও তথ্য সম্পাদক বিটিভির নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি ও বন্দর প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক আতাউর রহমানকে অভিনন্দন জানিয়েছে বন্দর নাগরিক কমিটি। মঙ্গলবার নারায়ণগঞ্জ সাইনবোর্ডে অবস্থিত সমিতির কার্যালয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বন্দর নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা সমিতির সদস্য কবির সোহেল। দেলোয়ার হোসেন ঝন্টু এ সময় উপস্থিত ছিলেন। গত শনিবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ত্রিবার্ষিক সম্মেলনে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) এমপিকে সভাপতি ও কে.এম আবু হানিফ হৃদয়কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী প্রধান নির্বাচন কমিশনার এবং লায়ন মোজাম্মেল হক ভূইয়া, এস.এম জাহাঙ্গীর হোসেন, অ্যাডভোকেট সাহিদা বেগম ও সাংবাদিক মাহবুবুর রহমান মাসুম নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন। ৫১ সদস্য বিশিষ্ট কমিটিতে নির্বাচিত অন্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার, সহ-সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন প্রধান, অর্থ সম্পাদক এম.এ রশিদ ও কার্যনির্বাহী কমিটির প্রথম সদস্য হিসেবে নির্বাচিত হন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা.সেলিনা হায়াৎ আইভী। এ ছাড়া সহ-সভাপতি মোহাম্মদ বজলুর রহমান, মোঃ আনোয়ার হোসেন, লায়ন মোজাম্মেল হক ভূইয়া, প্রকৌশলী গোলাম মোহাম্মদ, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব রফিকুল ইসলাম, জাহিদ হাসান জিন্নাহ), আলহাজ্ব চাঁন মিয়া, মোঃ মতিউর রহমান, সাংগঠনিক সম্পাদক মীর আব্দুল আলীম, মোঃ আব্দুল হাই রাজু, মোঃ কামাল হোসেন পলাশ, সৈয়দ শরীফ উদ্দিন কাদেরী, শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক ড. আব্দুল আজিজ, ক্রীড়া সম্পাদক আশরাফউদ্দিন চুন্নু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. আসলাম হোসেন, কৃষি বিষয়ক সম্পাদক কৃষিবিদ ড. মোহাম্মদ হাবিবুর রহমান, শ্রম বিষয়ক সম্পাদক কাউছার আহমাদ পলাশ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাহীন মালুম, তথ্য বিষয়ক সম্পাদক আতাউর রহমান, আপ্যায়ন বিষয়ক সম্পাদক সার্জেন্ট মনসুর (অবঃ), মহিলা বিষয়ক সম্পাদক ফেরদৌসী আলম নীলা, প্রচার ও প্রকাশনা সম্পাদক ডা. আল ওয়াজেদুর রহমান, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম, গবেষণা বিষয়ক সম্পাদক অধ্যাপক ড. জেবউননেছা, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ মনির হোসেন, দূর্যোগ বিষয়ক সম্পাদক সোহাগ রনি, মানবকল্যাণ সম্পাদক ইউসুফ আলী, সাহিত্য সম্পাদক অধ্যক্ষ জাহাঙ্গীর মালুম, সদস্য আব্দুল হাই, এস.এম জাহাঙ্গীর হোসেন, সোহাগ খাঁন, হাসিনা গাজী ও আক্তার হোসেন। পরে প্রধান নির্বাচন কমিশনার নির্বাচিতদের নাম ঘোষণা করেন ও শপথ বাক্য পাঠ করান। ত্রিবার্ষিক সম্মেলনে নারায়ণগঞ্জের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।#