শিরোনাম
ব্রাজিলের সমর্থক হয়েও মেসির হাতে বিশ্বকাপ দেখতে চেয়েছিলেন আশরাফ উদ্দিন চুন্নু
নারায়ণগঞ্জে খবর প্রতিবেদকঃ ব্রাজিলের সমর্থক হয়েও আর্জেন্টিনার মেসির হাতে বিশ্বকাপ দেখতে চেয়েছিলেন সাবেক জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আশরাফ উদ্দিন চুন্নু। বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পর নারায়ণগঞ্জের কৃতি সন্তান আশরাফ উদ্দিন চুন্নু ইন্ডিপেন্ডেট টিভিতে সরাসরি যুক্ত হয়ে তার অনুভূতি কথা জানিয়ে বলেন, অনেকদিন পর একটা জমজমাট ফাইনাল খেলা দেখলাম। আমি মেসির হাতে বিশ্বকাপ দেখতে চেয়েছিলাম তার করলেন মেসির দল। বিশ্বকাপ ফাইনাল খেলাটা দুর্দান্ত খেলা হয়েছে। ফুটবল প্রেমীরা আসলে এমন খেলাই পছন্দ করে। আর্জেন্টিনারা ট্রল করতো মেসি দেশের জন্য খেলে না। মেসি কোপা আমেরিকান কাপ এনেছে, আজ বিশ্বকাপ এনে দিয়ে পরিপূর্ন করেদিল আর্জেন্টিনা দলকে। মেসির হাতে কাপ আমি বিষন খুশি হয়েছি। মেসির খেলায় অনুপ্রানিত হয়েছি। সত্যিই মেসি একজন অসাধরন খেলোয়ার।
আশরাফ উদ্দিন চুন্নু আরো বলেন, মেসি খেলার মাঠে যাদুর মত আটকে রাখে। তার যে খেলার নৈপূর্ন। আজ ফাইনাল খেলাও তার খেলায় যে দক্ষতা দেখালো। এটাই মেসি।
পৃথিবীর সব ট্রফি তার হাতে ছিল, শুধ এই বিশ্বকাপটাই বাকি ছিল, আজ তা পরিপূর্ন করে দিল মেসি। কাতার বিশ্বকাপ আয়োজন করবে এট নিয়ে পশ্চিমারা অনেকেই উপহাস করেছে। আজ কাতার প্রমান করে দিয়েছে কোন অঘটন ছাড়াই তারা একটি চমৎকার জমজমাট বিশ্বকাপ ফুটবল আসর উপহার দিল।
তিনি আরো বলেন, আমাদের দেশের মানুষের মধ্যে এ বিজয় দারুন ভাবে নাড়া দিয়েছে। আনন্দ উল্লাস প্রকাশ করতে মানুষ রাস্তায় বেরিয়ে এসেছে। অনেক ভাল লাগছে। #