শিরোনাম
আগুন লাগানোর ইস্যু | দুই জনকে কুপিয়ে রক্তাক্ত জখম
বন্দর প্রতিবেদকঃ বন্দরে ময়লায় আগুন লাগানোকে কেন্দ্র করে আসানুল্লা(৬০)সহ দুই জনকে কুপিয়ে জখম। ৩ জানুয়ারী(মঙ্গলবার) সকালে নবীগঞ্জ নুরবাঘ এলাকায় এ ঘটনা ঘটে। এঘটনায় আসানুল্লা বাদি হয়ে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। আসানুল্লা জানান, নবীগঞ্জ পুর্ব পাড়া এলাকার ধনু মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী বাবু, রুবেল, ও মেয়ে রুবিনা আমার বাড়ির পিছনে ময়রায় আগুন লাগানোকে কেন্দ্র করে আমার বাড়িতে এসে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে আমি তাদের গালিগালাজ করতে নিষেদ করলে তারা উক্তেজিত হয়ে আমাকে এলোপাথাড়ি কিল ঘুষি ও লাথি মারে পরে তাদের হাতে থাকা লোহার রড ও কেচি দিয়ে এলোপাথাড়ি বাড়ি ও কেছি দিয়ে কুপাতে থাকে আমাকে বাচাতে আমার ছেলে আদিম এগিয়ে আসলে তারা আমার ছেলেকেও কুপিয়ে জখম করে। পরে আমাদের চিৎকারের আশপাশের লোকজন আগাইয়া আসিলে তারা আমাদের প্রাণে মেরে ফেলবে বলে হুমকি দিয়ে চলে যায়। এব্যাপারে বন্দর থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, থানায় অভিযোগ নেওয়া হয়েছে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। #