শিরোনাম
২ নং রেলগেটে শতাধিক অবৈধ দোকান স্থাপনা উচ্ছেদ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জে রেলওয়ে কর্তৃপক্ষের উচ্ছেদ অভিযানে কয়েক শতাধিক অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। আজ সকাল শহরের ২ নং রেলগেট এলাকা থেকে এই অভিযান পরিচালনা করে রেল কর্তৃপক্ষ।
বাংলাদেশ রেলওয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ডিভশনাল এস্টেট অফিসার মো. সফি উল্লাহ এবং নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া খানমের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
নারায়ণগঞ্জ রেল পুলিশের উপ পরিদর্শক (এসআই) মোখলেসুর রহমান বলেন, এরই মধ্যে আমরা শতাধিক অবৈধ স্থাপনা-দোকান উচ্ছেদ করেছি। অভিযান চলছে ঠিক কতগুলো উচ্ছেদ হবে তা এখনি বলা যাচ্ছে না। অবৈধ স্থাপনা বা দোকান কোনোটাই ছাড় দেওয়া হবে না।
রেলওয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সফি উল্লাহ বলেন, এখানে ডাবল লাইন প্রকল্পের মালামাল আসবে। যার কারণে আমরা এই উচ্ছেদ অভিযান পরিচালনা করছি। রেল লাইনের দুই পাশে যত স্থাপনা রয়েছে সকল স্থাপনাই অবৈধ।#