শিরোনাম
স্বামীর সর্বস্ব নিয়ে স্ত্রীর পালানোর অভিযোগ
আড়াইহাজার প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে স্বামীর সর্বস্ব নিয়ে পালিয়ে গেছেন স্ত্রী ফাতেমা । তিনি বরগুনা সদর থানার বদরখালি গ্রামের হাতেম আলী মাতুব্বরের মেয়ে। ঘটনাটি ঘটেছে ২৫ জানুয়ারী উপজেলার আড়াইহাজার পৌরসভার শিবপুর গ্রামে।
এ ব্যাপারে স্বামী মোখলেছ হোসেন গাজী বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ঘটনার বিবরণে জানা যায় যে, বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ থানার চর চন্দনপুর গ্রামের নুর মোহাম্মদ গাজীর ছেলে মোখলেছ হোসেন গাজী দীর্ঘ দিন ধরে নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসভার শিবপুর এলাকায় তার স্ত্রী ফাতোমকে নিয়ে ভাড়া বাসায় থাকছেন। কিন্তু স্ত্রী ফাতেমা প্রায় সময়ই স্বামীর সাথে অনর্থক ঝগড়ায় লিপ্ত হয়ে বাসা ছেড়ে চলে যায় এবং কয়েকদিন পর আবার চলে আসে। এ ভাবে নিতে নিতে কয়েক তরফায় ফাতোম স্বামীর সংসার থেকে স্বর্ণালংকার, টাকা পয়সা সর্বস্ব সরিয়ে ফেলে এবং ২৫ জানুয়ারী একবোরেই চলে যায়। এর পর আর ফিরে আসেনি।
এ ব্যাপারে স্বামী মোখলেছ হোসেন গাজী আড়াইহাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে আড়াইহাজার থানার এস আই আবু বকর অভিযোগের কথা স্বীকার করে বলেন, তদন্ত করে ব্যবস্থা নেয়া হচ্ছে। #