বন্দরে প্রানিসম্পদ উন্নয়ন প্রকল্প প্রদর্শনী অনুষ্ঠিত
বন্দর প্রতিবেদকঃ বন্দরে প্রানিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় উপজেলা প্রানিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে প্রানিসম্পদ প্রদর্শনী -২০২৩ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ ফেব্রুয়ারী) বন্দর সমরক্ষেত্র -৭১ মাঠে দিন ব্যাপি এ প্রানিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রানিসম্পদ উদ্ধোধনী ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এম.এ রশীদ বলেন, অনেক খামারী প্রানিসম্পদ অধিদপ্তরের নিবন্ধিত না। সে কারনে তারা সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বিগত। বেশী বেশী করে প্রদর্শনী আয়োজন করলে আমাদের খামারীরা বেশ উপকৃত হবে। প্রানিসম্পদ প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্বে করেন বন্দর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা বি.এম. কুদরত এ খুদা। পশুসম্পদ প্রদর্শনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা প্রনিসম্পদ অফিসার ডাঃ সরকার আশ্রাফুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু জাফর, সমাজ সেবক ও শিল্পপতি চাঁন মিয়া, এসএস কেটেলের মালিক স্বপন মিয়াসহ ৪০ জন খামারী বিভিন্ন জাতের পশুপাখি নিয়ে প্রদর্শনীতে অংশ গ্রহন করে। #