শিরোনাম
প্রেরণা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের বিনামূল্যে স্বাস্থ্য সেবা কার্যক্রম অনুষ্ঠিত
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ প্রেরণা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে বিনামূল্য স্বাস্থ্য সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১০ মার্চ শহরের দেওভোগ খানকা রোড এলাকায় শেখ রাসেল নগর পার্ক লেক পাড়ে সকাল ৮ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত এ সেবামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়। বিনা মূল্যে স্বাস্থ্যসেবার মধ্যে ডায়াবেটিস চেক-আপ, ওজন মাপা ও (রক্তচাপ -প্রেসার) পরীক্ষা করা হয়।
শতাধিক রোগিকে এ বিনা মূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া হয়। এসময় উপস্থিথ ছিলেন প্রেরণা সংগঠনের সাধারন সম্পাদক হাসান উল রাকিব, কোষাদক্ষ মোঃ জুম্মান, সহ কোষাদক্ষ মোঃ তোতা মিয়া, সহ সাংগঠনিক সম্পাদক, মোঃ আজম খান, শিবু পোদ্দার, মোঃ হাবিবুর, নূরুজ্জামান, মোঃ সোহেল,
সদস্য হুমাইরা রহমান হিমি, আতিকা জাহান রাইসা, আদিবা জাহান রাইনা, আবু বক্কর সিদ্দিক প্রমুখ এসময় উপস্থিথ ছিলেন। উল্লখ্য, প্রেরনা সংগঠনের উদ্যোগে প্রতি মাসের প্রথম শুক্রবার বিনামূল্যে স্বাস্থ্যসেবা অনুষ্ঠিত হয়।#