নারায়ণগঞ্জ  বৃহস্পতিবার | ২রা অক্টোবর, ২০২৫ | ১৭ই আশ্বিন, ১৪৩২ শরৎকাল | ৯ই রবিউস সানি, ১৪৪৭

শিরোনাম
  |   আইন নিজের হাতে তুলে নেবেন না আড়াইহাজার থানা ওসি   |   মসজিদের মাইকে ঘোষণা দিয়ে গনপিটুনিতে ডাকাত নিহত   |   বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করে আর্থিক অনুদান দিলেন জাকির খান   |   মহাঅষ্টমীতে শঙ্খ, ঘণ্টা আর উলু ধ্বনির মধ্য দিয়ে কুমারী পূজা অনুষ্ঠিত   |   দুই গ্রুপের টেঁটাযুদ্ধ উভয় পক্ষের ১২জন আহত   |   এই দেশে ধর্ম দিয়ে কাউকে বিচার করা হবে না – আবদুল্লাহ আল আমিন   |   বিএনপিতে যোগদানে সর্বস্তরের শুভেচ্ছায় সিক্ত মাসুদুজ্জামান মাসুদ   |   দেশের মানুষ ওয়ানম্যান- ওয়ান ভোট পদ্ধতিতে চায় – ড. আবদুল মঈন খান   |   লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ এর  নতুন কমিটির অভ্যর্থনা চার্টার নাইট   |   বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নে আল মুজাহিদ মল্লিকের উঠান বৈঠক   |   প্রতিষ্ঠাবার্ষিকীতে মহানগর ছাত্রদলের রক্তদান ও ফ্রী মেডিকেল ক্যাম্পিং   |   বিএনপি একটি বড় দল এই দলের কোন অশুভ শক্তির জায়গা হবে না – সাখাওয়াত   |   সামর্থ্যহীন এমন ২ হাজার মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ সেবা প্রদান   |   শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নগদ অর্থ প্রদান করেন মাসুদুজ্জামান মাসুদ   |   বিএনপি – জামাত – এনসিপি কেউ দুর্নীতির বাইরে নয় – জোনায়েদ সাকি   |   আনিসুল ইসলাম সানি’র সাথে জাসাস নেতৃবৃন্দের সাক্ষাৎ   |   সঞ্চয় ও ঋণ গ্রহীতাদের টেকসই সেবা দিতে হবে – প্রধান নির্বাহী জাকির হোসেন    |   সন্ধি সংগঠনের উদ্যোগে ক্যারাম প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত    |   কাশিপুর ইউনিয়ন জাকের পার্টির উদ্যোগে মিলাদ ও দোয়া   |   দেশে বিষমুক্ত কৃষি উৎপাদনে কৃষকদের সচেতনতা জরুরি—মহাপরিচালক
 প্রচ্ছদ   মহানগর   স্কুলের সম্পত্তি দখলে নিয়ে চলাচলের  রাস্তা বন্ধ করে দিল 
স্কুলের সম্পত্তি দখলে নিয়ে চলাচলের  রাস্তা বন্ধ করে দিল 
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ১৫ মার্চ, ২০২৩
বন্দর প্রতিবেদকঃ  বন্দরের ৬০ নং বালিগাঁও  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মিত ভবনের বাকী অংশ সম্পত্তি দখল করেছে নাসিরউদ্দিন নামে এক স্কুলশিক্ষক ও তার পরিবার। স্কুলের  সম্পত্তি দখলের বিরোধী গ্রামবাসীর চলচলের  রাস্তা বন্ধ করে দিয়েছে নাসিরউদ্দিন।  শত বছরের চলাচলের এক মাত্র ভরসা রাস্তাটি বন্ধ করে দেয়ায় বিকল্প ব্যবস্থায় পায়ে হেঁটে  চলাচলে চমর দূর্ভোগে পড়েছেন শিক্ষার্থীরা ও বালিগাঁও সহ ৪/৫ গ্রামবাসী।
প্রশাসনিক নিরবতা ও জনপ্রতিনিধিদের ব্যর্থতায় দীর্ঘদিনের জনদূর্ভোগে পরিনত হয়েছে বলে  বালিগাঁও গ্রামবাসীর অভিযোগ।
সরজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলার মুছাপুর ইউপির ৫নং ওয়ার্ড বালিগাঁও গ্রামের মৃত জামালউদ্দিনের দানে নির্মিত সরকারি প্রাথমিক বিদ্যালয় বহুতল ভবন। ভবনের বাকী অংশ স্কুলের সম্পত্তি দখল করে  ঘর দোকান পাট নির্মাণ করে ভাড়া তুলছেন  একই গ্রামের বাসিন্দা, মালিবাগ সরকারও প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক নাসিরউদ্দিন ও তার লোকজন। স্কুলের সম্পত্তি দখলে নেয়ায় গ্রামবাসীর রোষানলে পড়েন নাসিরউদ্দিন। এতে গ্রামবাসীর উপর নাসিরউদ্দিন ক্ষিপ্ত হয়ে স্কুলের জমির উপর ভবনের উত্তর পাশ দিয়ে গ্রামবাসীর চলাচলের রাস্তা বন্ধ করে দেন। চলাচের রাস্তা বন্ধ করে রাখায় রাস্তা ছাড়া অবরুদ্ধ এ গ্রাম। স্কুলের সম্পত্তি দখলের বিরুদ্ধে কেউ কথা বললেই  নাজেহাল হয়েছেন অভিযোগ রয়েছে।
স্কুল কমিটির সাবেক সভাপতি আব্দল মান্নান মাষ্টার জানান, স্কুলের নামে দুই দলিলে ৬৬ শতাংশ জমি লিখে দেয় জামালউদ্দিন মাষ্টার। তার  ছেলে নাসিরউদ্দিন স্কুলের বাকী অংশ সম্পত্তি এখনো দখলে রেখেছে। স্কুলের সম্পত্তি দখলমুক্ত করতে গ্রামবাসী প্রতিবাদ করে আসছে। এতে ক্ষুব্ধ নাসির। গ্রামবাসীকে সাহেস্তা করতে  চলাচলের রাস্তা জোর পূর্বক বন্ধ করে রেখেছে। রাস্তা বন্ধ করে রাখায়  দূর্ভোগ পোহাচ্ছে গ্রামবাসী। রাস্তাটি স্কুলের সম্পত্তির উপর দিয়ে বয়ে গেছে বালিগাঁও গ্রামে। পার্শ্ববর্তী পিচকামতাল গ্রামের বাসিন্দা ইব্রাহিম মিয়া জানান, স্কুলের সম্পত্তি দখল নিয়ে বালিগাঁও গ্রামের দুই পক্ষ অবস্থান বহুবছর। আরো কয়েক বার  রাস্তা বন্ধ করে দিয়েছে নাসির। পরবর্তীতে বিচার সালিশ বৈঠক বসে রাস্তা সরানো হয়েছে। দখল নিয়ে কথা বলায় বালিগাঁও গ্রামের চলাচলের রাস্তা ফের বন্ধ করে দিয়েছেন নাসির। এ নিয়ে গ্রামবাসীর সঙ্গে নাসিরউদ্দিন ও তার পরিবারের লোকজনের মধ্যে যে কোনো সময়ে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা রয়েছে।
অভিযুক্ত দখলদার নাসিরউদ্দিন জানান, আমাদের পৈত্তিক সম্পত্তি ভোগদখলে রয়েছি। এ সম্পত্তি নিয়ে সরকারের সঙ্গে আদালতে মোকদ্দমা চলমান। মোকাদ্দমা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আমাদের দখলেই থাকবে। কারো রাস্তা বন্ধ করা হয়নি। আমাদের পৈত্তিক সম্পত্তিতে বেড়া দেওয়া হয়েছে।
এ বিষয়ে বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা বি এম কুদরত এ খুদাকে একাধিকবার ফোন দিয়েও পাওয়া যায়নি।

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...