শিরোনাম
জমি দখল নিয়ে দু’গ্রুপের পাল্টা ধাওয়া সংঘর্ষে ২ জন গুলিবিদ্ধ, ১৫ জন আহত
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় জমি ও বাজার দখলকে কেন্দ্র করে দু’গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষে গুলিবর্ষণের দুইজন গুলিবিদ্ধ হয়েছে। এতে নারী সহ আহত হয়েছে ১৫ জন।
এসময় চারটি মোটরসাইকেল ভাঙচুর দুটিতে আগুন দেয় বিক্ষুব্ধরা। দুপুরে উপজেলার ফরাজিকান্দার নাসিম ওসমান তৃতীয় শীতলক্ষ্যা সেতু পাশে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ মইনুল হক পারভেজ জানান,বন্দর উপজেলার জাতীয় পার্টির সভাপতি ও কালাগাছিয়া ইউপি সাবেক চেয়ারম্যান প্রয়াত রাইসুল হকের সম্পত্তি ও তাদের পৈত্রিক সম্পদ জমি ও বাজার দখলের জন্য সন্ত্রাসী শামীম ওরফে পিজা শামীমের নেতৃতে মোটরসাইকেল ও প্রাইভেটকারে যোগে অর্ধশতাধিক সন্ত্রাসী নিয়ে জমি দখলের চেষ্টা করে। এ সময় তাদের বাধা দিলে মারধর কুপিয়ে ও গুলি করে ১৫ জনকে আহত করে। পরে এলাকাবাসী ধাওয়া দিলে পালিয়ে যায় সন্ত্রাসীরা। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বন্দর থানার অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক জানান, জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষ হয়। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। ব্যাপারে এখনো কেউ অভিযোগ দেয়নি। #