শিরোনাম
জমি দখল নিয়ে দু’গ্রুপের পাল্টা ধাওয়া সংঘর্ষে ২ জন গুলিবিদ্ধ, ১৫ জন আহত


নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় জমি ও বাজার দখলকে কেন্দ্র করে দু’গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষে গুলিবর্ষণের দুইজন গুলিবিদ্ধ হয়েছে। এতে নারী সহ আহত হয়েছে ১৫ জন।

গুলিবিদ্ধ মইনুল হক পারভেজ জানান,বন্দর উপজেলার জাতীয় পার্টির সভাপতি ও কালাগাছিয়া ইউপি সাবেক চেয়ারম্যান প্রয়াত রাইসুল হকের সম্পত্তি ও তাদের পৈত্রিক সম্পদ জমি ও বাজার দখলের জন্য সন্ত্রাসী শামীম ওরফে পিজা শামীমের নেতৃতে মোটরসাইকেল ও প্রাইভেটকারে যোগে অর্ধশতাধিক সন্ত্রাসী নিয়ে জমি দখলের চেষ্টা করে। এ সময় তাদের বাধা দিলে মারধর কুপিয়ে ও গুলি করে ১৫ জনকে আহত করে। পরে এলাকাবাসী ধাওয়া দিলে পালিয়ে যায় সন্ত্রাসীরা। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
