দেশের প্রখ্যাত ফ্যাশন লাইফস্টাইল ব্র্যান্ড ইয়েলোর ১৯ তম শোরুম উদ্বোধন
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ দেশের প্রখ্যাত ফ্যাশন এবং লাইফস্টাইল ব্র্যান্ড ইয়েলোর ১৯ তম শোরুম নারায়ণগঞ্জে উদ্বোধন করা হয়েছে । ইয়েলোর ১৯ তম আউটলেটটি আজ রবিবার , ১৬ এপ্রিল উদ্বোধ করা হয় শহরে আলমাস পয়েন্ট ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইয়েলোর এক্সিকিউটিভ ডিরেক্টর শেহরিয়ার বার্নি , হেড অফ রিটেল অপারেশনস, হাদী এস . এ . চৌধুরী, সিনিয়র অপারেশন ম্যানেজার , শাহরিয়ান আহমেদ ও সুমিত তরফদার এবং সিনিয়র মার্কেটিং ম্যানেজার শাফায়াত সারওয়ার । অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি মোঃ আলমাস আলী সহ নারায়াণগঞ্জের কিছু জনপ্রখ্যাত ব্যক্তি ও ব্যবসা প্রতিনিধিগন । নারায়ণগঞ্জে অবস্থিত ইয়েলোর এই নতুন আউটলেটটি সকল বয়সের ক্রেতাদের জন্য নিয়ে এসেছে আকর্ষণীয় সব প্রোডাক্ট , যার মধ্যে অন্যতম এই বছরের ঈদ – উল – ফিতর ‘২৩ কালেকশন ।
পুরুষদের জন্য আছে ফ্যাশনেবল ক্যাজুয়াল শার্ট , টি – শার্ট , পোলো , ফরমাল শার্ট , পাঞ্জাবী , ডেনিম এবং আরও অনেক কিছু । মহিলাদের জন্য রয়েছে সালওয়ার কামিজ , লন , শাড়ি , এথনিক কুর্তি এবং ফ্যাশন উপস সহ বিস্তর সব কালেকশন । ইয়েলো আরও এনেছে বাচ্চাদের ও নবজাতকদের জন্য অসাধারণ সব পোষাক । এছাড়াও বিছানার চাদর থেকে শুরু করে সোফার কুশন কাভার সহ বিভিন্ন গৃহসজ্জার জিনিসপত্র এই নতুন ইয়েলো ষ্টোরে পাওয়া যাচ্ছে । এসময় ২০০ জনকে ৩০% ডিসকাউন্স কর্ড প্রদান করা হয়। এসময় ইয়েলো ব্রান্ড প্রছন্দকারী গ্রাহকরা নতুন এই শোরুমে এসে ভীর করেন। #