শিরোনাম
দেশে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন হয় পোশাক শিল্প থেকে – সেলিম ওসমান
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ বাংলাদেশে নীট ওয়্যার তৈরি পোশাক শিল্পে নারায়ণগঞ্জ থেকে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করে বলে জানান, নারায়ণগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য ও তৈরি পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন BKMEA এর সভাপতি একেএম সেলিম।
মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ কলেজে, জেলা পরিষদের অর্থায়নে নব নির্মিত শহীদ মিনার,
শেখ কামাল ভবনের অষ্টম তলা নির্মাণ কাজ এবং কলেজ শিক্ষা উন্নয়ন প্রকল্পের আওতায় বিশ্বব্যাংকের অর্থায়নে স্থপিত ই লাইব্রেরীর কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কলেজের গভর্নিং বডির সভাপতি মোঃ হাতিমের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান চন্দনশীল।
সেলিম ওসমান বলেন, ১৯৯৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়িত্ব দিয়েছিলেন পাট যখন বন্ধ হয়ে গিয়েছিল নারায়ণগঞ্জ থেকে হুঁশিয়ারী সামগ্রী রপ্তানি করতে হবে।
সেই নির্দেশনা অনুযায়ী ৯৬ সাল থেকে এখন পর্যন্ত নারায়ণগঞ্জ এবং তার আশেপাশের জেলাগুলো থেকে দেশের বাইরে রপ্তানি করা হয় নীট ওয়্যার তৈরি পোশাক পোশাক। যা কিনা বাংলাদেশে এখান থেকে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করে।
তিনি আরো বলেন, তার নির্বাচনী এলাকায় ১১ টি আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান করতে পেরেছেন বঙ্গবন্ধুর পরিবারের নামে এটাই তার বড় সার্থকতা বলে তিনি মনে করেন বলে মন্তব্য করেন। #