শিরোনাম
সড়ক র্দূঘটনায় কামতাল ফাঁড়ী এসআইসহ ৪ জন আহত
বন্দর প্রতিবেদকঃ বন্দরে ঢাকা টু চট্রগ্রাম মহাসড়কে ডিউটিরত অবস্থায় বেপরোয়া ট্রাকের ধাক্কায় পুলিশের এসআই ও ৩ পুলিশ কন্সেটেবলসহ ৪ জন গুরুত্বর আহত হয়েছে। আহতরা হলো বন্দরে কামতাল তদন্ত কেন্দ্রর উপ-পরিদর্শক আলী ইসলাম, কন্সেটেবল গাড়ী চালক আশিকুর রহমান, কন্সেটেবল আফিকুল ও অপর কন্সেটেবল আবুল কালাম। গত রোববার (২১ মে) গভীর রাতে বন্দর উপজেলার ঢাকা টু চট্রগ্রাম মহাসড়কে এ র্দূঘটনাটি ঘটে।
স্থানীয়রা আহত ৪ পুলিশকে গুরুত্বর জখম অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে প্রেরণ করেছে। বন্দর থানার অফিসার ইনর্চাজ মোঃ আবু বকর সিদ্দিক জানান, গত রোববার রাতে কামতাল তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক আলী ইসলামসহ সঙ্গীয় র্ফোস বন্দর উপজেলার লাঙ্গলবন্ধ হইতে মদনপুর পর্যন্ত পাপা-৪ টহল ডিউটি করার সময় বেপোরায়া ভাবে একটি ট্রাক পিছন দিক থেকে পুলিশের পিকআপ গাড়ীকে আচমকা ধাক্কা দিলে ঘটনাস্থলে পুলিশের গাড়ীটি দুমড়ে মুচড়ে যায়।
এ ঘটনায় এসআই আলী ইসলামসহ ৪ পুলিশ মারাত্মক ভাবে আহত হয়। আহতরা ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করা হলেও ট্রাক চালক ও হেলপার প্রান রক্ষার্থে কৌশলে পালিয়ে যায়। #