আলোকিত হলো ক্যাম্পাস
ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাস এখন দৃষ্টিনন্দন এলইডি বাতির আলোয় আলোকিত।আলোর পরশ পেয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভিতরের সড়কগুলো হয়ে উঠেছে ঝলমলে ও নিরাপদ।বুধবার (১২ অক্টোবর) রাত ৮ টায় ভিসির বাসবভনের সামনে সুইচ টিপে পোলসহ আধুনিক এলইডি সড়কবাতির উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু।এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মুহাম্মদ মাহির উদ্দীন, ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. খান মো. সাইফুল ইসলাম, মসিকের প্যানেল মেয়র-৩ সামীমা আক্তার, নির্বাহী প্রকৌশলী মো. জহুরুল হক, নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎ মো. জিল্লুর রহমান, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতৃবৃন্দ।ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকার সড়কবাতি স্থাপন প্রকল্পের আওতায় পোলসহ এ সড়কবাতি সমূহ স্থাপন করা হয়। এ প্রকল্পের আওতায় ৪৯ কোটি টাকা ব্যয়ে প্রায় ১৮১ কিলোমিটার সড়কে পোলসহ সড়কবাতি স্থাপন করা হবে। প্রকল্পটি এ বছর ডিসেম্বর নাগাদ শেষ হওয়ার কথা রয়েছে। প্রকল্পের প্রায় ৮০ ভাগ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।