নারায়ণগঞ্জ  রবিবার | ১৬ই নভেম্বর, ২০২৫ | ১লা অগ্রহায়ণ, ১৪৩২ হেমন্তকাল | ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৭

শিরোনাম
  |   প্রীতি ফুটবল ম্যাচে সোনালী সকাল ক্রীড়া ও সেবা সংঘের জয়   |   বিশ্ব ডায়াসেটিক দিবসে সচেতনতা র‍্যালী, বিনামূল্যে স্বাস্থ্য সেবা আলোচনা সভা    |   জনগণ আ’লীগের ডাকা লকডাউনে সামান্য পরিমাণও সাড়া দেয়নি – এ্যাডঃ সাখাওয়াত   |   মসজিদ আল্লাহর ঘরে আইনজীবী, বিচারপ্রার্থী সবাই ইবাদত করবেন – এড. আনোয়ার   |   লকডাউনে নাশকতা এড়াতে র‌্যাবের চেকপোস্ট ও টহল কঠোর নজরদারি   |   লকডাউনের বিরুদ্ধে যুবদল নেতা রিয়াদ ও সাইফুলের অবস্থান কর্মসূচি পালন   |   আওয়ামীলীগের লকডাউন ঠেকাতে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   ৪ আসনে মোহাম্মদ আলীকে এমপি প্রার্থী’র মনোনয়ন চাইলেন তৃনমূল মুক্তিযোদ্ধারা    |   বন্দরে দেশের বিশ্বস্ত ও স্বীকৃত সেফটি ট্রেনিং প্রতিষ্ঠানের শুভ উদ্ধোধন    |   দলের সিদ্ধান্তই আমাদের একমাত্র পথনির্দেশনা – মাসুদুজ্জামান মাসুদ   |   ১৩ নভেম্বর গণহত্যার রায়ে লকডাউন আহ্বানের বিরুদ্ধে টিপু’র বিশাল মিছিল   |   বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ শাহ আলমের গণসংযোগে ব্যাপক সাড়া   |   জুলাই আন্দোলনে শহীদের শিশু সন্তানের হাতে দিয়ে নমিনেশন সংগ্রহ জাবেদ আলম   |   উদাসীনতায় বন্দর ২০নং ওয়ার্ডের ১০০ফিট সড়কে ময়লা-আবর্জণার স্তূপ    |   মাদক মামলায় এজ যুবকের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ   |   মা ও শিশু কল্যান কেন্দ্রে ডিসির মাতৃস্বাস্থ্য নিশ্চিতকরণে কার্যকর উদ্যোগ   |   বিডিএস জরিপে ব্যক্তিগত সম্পত্তি রাস্তা হিসেবে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে মানববন্ধন   |   মাসুদুজ্জামানের পক্ষে ধানের শীষ প্রতীক নিয়ে মানুষের বাড়ি বাড়ি হাজির হবেন – সেন্টু   |   শহীদ জিয়া শুধু রণাঙ্গনে যুদ্ধ করেননি দেশের ক্রান্তিকালে হাল ধরেছেন – মুহাম্মদ গিয়াসউদ্দিন   |   পীরজাদা মারুফ সিরাজ শাহর জন্মদিন উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
 প্রচ্ছদ   জীবন সচেতনতা   ডেঙ্গু জ্বরে প্রাথমিক চিকিৎসায় করনীয় কি ?
ডেঙ্গু জ্বরে প্রাথমিক চিকিৎসায় করনীয় কি ?
  জীবন সচেতনতা || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ৩০ জুলাই, ২০২৩

নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ  দেশে আবারও ডেঙ্গু জ্বরের রোগী শনাক্ত হচ্ছে। দিনদিন রোগীর সংখ্যা বাড়ছে। রোববার (৯ জুলাই) স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, দেশের ৫৭টি জেলায় ডেঙ্গু ছড়িয়ে গেছে। আগস্ট এবং সেপ্টেম্বরে দেশে ডেঙ্গুর প্রকোপ আরও বাড়তে পারে। এ বছর ডেঙ্গুতে ইতিমধ্যে ১২ হাজার লোক আক্রান্ত হয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন, সংক্রমণটিকে মোটেই অবহেলা করা যাবে না, কারণ গুরুতর পর্যায়ে চলে গেলে মৃত্যুর আশঙ্কা থাকে। স্বাস্থ্যমন্ত্রীর তথ্যমতে, ডেঙ্গুতে ইতিমধ্যে দেশে প্রায় ৬৭ জনের মৃত্যু হয়েছে।ডেঙ্গু জ্বর এডিস মশার কারণে হয়। ডেঙ্গু জ্বরের জীবাণুবাহী মশা কামড়ালে এই জ্বরের কবলে পড়তে হয়। এখানে ডেঙ্গু সংক্রমণের লক্ষণ ও ঘরোয়া চিকিৎসা উল্লেখ করা হলো।

ডেঙ্গুর লক্ষণ

জ্বর আসলে, তা ডেঙ্গু জ্বর কিনা তা বুঝতে কিছু উপসর্গের দিকে নজর দিতে হবে। যেমন- শরীরে শীতলতা অনুভব করা, ক্ষুধা কমে যাওয়া, শরীর ম্যাজম্যাজ করা, মাথাব্যথা, চোখের পেছনে ব্যথা, নিচের পিঠে ব্যথা, পেশি ব্যথা, হাড়ের সংযোগস্থানে ব্যথা, ফুসকুড়ি, ক্লান্তি, লসিকাগ্রন্থি ফুলে যাওয়া এবং ত্বক-চোখ লাল হওয়া।

ডেঙ্গুতে সংক্রমিত হওয়ার প্রথম কিছু ঘণ্টায় পায়ে ও হাড়ের সংযোগস্থানে ব্যথা অনুভব হয়ে থাকে। জ্বর খুব দ্রুত বেড়ে গিয়ে ১০৪ ডিগ্রি ফারেনহাইট হতে পারে। এসময় হৃদস্পন্দন হার ও রক্তচাপ কম থাকে। মুখমণ্ডলে লাল অথবা গোলাপী র‍্যাশ ওঠে, যা পরে অদৃশ্য হয়ে যায়। ঘাড় ও কুঁচকির লসিকাগ্রন্থি প্রায়সময় ফুলে থাকে।

বেশি মাত্রার জ্বর ও ডেঙ্গুর অন্যান্য লক্ষণ ২-৪ দিন থাকে, তারপর ঘাম ছেড়ে দিয়ে শরীরের তাপমাত্রা দ্রুত হ্রাস পায়। দ্বিতীয়বার দ্রুত জ্বর বাড়ার আগে প্রায় একদিন শরীরের তাপমাত্রা স্বাভাবিক থাকে ও নিজেকে সুস্থ মনে হয়। পরবর্তীতে মুখমণ্ডল ব্যতীত সারা শরীরে চুলকানিযুক্ত ফুসকুড়ি ওঠে থাকে। হাতের তালু ও পায়ের তালু উজ্জ্বল লাল হতে পারে ও ফুলে যেতে পারে।

কখনো কখনো ডেঙ্গু সংক্রমণ খুবই মারাত্মক অথবা প্রাণনাশক হয়ে থাকে। এটাকে বলে সিভিয়ার ডেঙ্গু। ডেঙ্গুর প্রাথমিক লক্ষণের ৩-৭ দিন পর সিভিয়ার ডেঙ্গুর লক্ষণ প্রকাশ পেতে থাকে। যেসব লোক আগে ডেঙ্গুতে সংক্রমিত হয়েছেন, তাদের সিভিয়ার ডেঙ্গুর ঝুঁকি বেশি।

সিভিয়ার ডেঙ্গুর উল্লেখযোগ্য লক্ষণ হলো- তীব্র পেট ব্যথা, পেট ফুলে যাওয়া, রক্তবমি, মাড়ি থেকে রক্তক্ষরণ, ত্বকের নিচে রক্তক্ষরণ, শ্বাসকার্য কঠিন বা দ্রুত হওয়া, শরীর ঠান্ডা অনুভব বা ঘাম হওয়া, দ্রুত নাড়ি স্পন্দন এবং ঘুম ঘুম ভাব/চেতনা হারানো। সিভিয়ার ডেঙ্গুর লক্ষণ দেখলে এক মুহূর্তও দেরি না করে হাসপাতালের জরুরি বিভাগে যেতে হবে।

 

ডেঙ্গুর ঘরোয়া চিকিৎসা

কিছু প্রাকৃতিক উপাদানের মাধ্যমে প্রাথমিক পর্যায়ের ডেঙ্গু জ্বরকে কাবু করা সম্ভব। যেমন-

* বিশ্রাম নিন এবং পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন অথবা তরল জাতীয় খাবার খান। শরীর হাইড্রেটেড থাকলে মাথাব্যথা ও পেশি ব্যথা কম হবে।
* প্লাটিলেটের সংখ্যা বাড়াতে পেঁপে পাতার রস পান করুন, কারণ ডেঙ্গু রোগীর প্লাটিলেট কমে যায়। পেঁপে পাতার রস সংক্রমণ তাড়ানোর ক্ষমতাও বাড়াতে পারে।

* পেয়ারার শরবত পান করুন। এই পানীয়ের ভিটামিন সি রোগদমনতন্ত্রকে শক্তিশালী করে ডেঙ্গু সংক্রমণ উপশম করবে।

* এক মগ গরম পানিতে মেথি বীজ ভিজিয়ে পানীয়টি ঠান্ডা করে পান করুন। এতে ডেঙ্গু জ্বর নিয়ন্ত্রণে থাকবে ও রোগ উপশমের ক্ষমতা বাড়বে।

* রোগের বিরুদ্ধে ভালো লড়াই করে এমন খাবার বেশি করে খান, যেমন- সাইট্রাস ফল, কাঠবাদাম, দই, সূর্যমুখী বীজ, গ্রিন টি, ক্যাপসিকাম, ব্রোকলি, পালংশাক, আদা, রসুন ও হলুদ।শক্তিশালী রোগদমনতন্ত্রের কাছে সংক্রমণের প্রাথমিক লক্ষণ সহজেই পরাস্ত হয়।

* রক্তের প্লাটিলেট বাড়াতে নিম পাতার রসও পান করতে পারেন। এটি শ্বেত রক্তকণিকার সংখ্যাও বৃদ্ধি করে। নিম পাতার রোগদমন ক্ষমতা বর্ধক শক্তিও আছে।

* তুলসি পাতাকে গোল মরিচের সঙ্গে পানিতে সিদ্ধ করে পানীয়টিকে ঠান্ডা করে পান করতে পারেন। এটি সংক্রমণের বিরুদ্ধে ভালো লড়াই করতে পারে। তুলসি পাতা চাবালেও রোগদমনতন্ত্র শক্তিশালী হবে।

 

* ডেঙ্গু নিয়ন্ত্রণে পুদিনা পাতার রসও বেশ কার্যকর। এটি সংক্রমণের জ্বর কমাতে পারে, রোগদমনতন্ত্রকে শক্তিশালী করতে পারে এবং প্লাটিলেটের সংখ্যা বাড়াতে পারে।

* ডেঙ্গু উপশমের আরেকটি গুরুত্বপূর্ণ উপকরণ হলো বার্লি চা। এটি ভিটামিন বি১, ভিটামিন বি২, ভিটামিন বি৬, ভিটামিন বি১২, ফোলেট, প্যান্টোথেনিক অ্যাসিড ও মিনারেলে সমৃদ্ধ। এসবকিছু রক্তের প্লাটিলেট ও লোহিত রক্তকণিকা বাড়াতে একত্রে কাজ করে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...