শিরোনাম
পবিত্র আশুরায় তাজিয়া মিছিলে হায় হোসাইন ধ্বনিতে মুখরিত নারায়ণগঞ্জ শহর
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ পবিত্র আশুরায় বিশ্ব তথা সারা দেশের মত নারায়ণগঞ্জেও তাজিয়া মিছিল অনুষ্ঠিত হয়েছে। ধর্মীয় ভাবগাম্ভীর্য্য ও যথাযোগ্য মর্যাদায় নফল রোজা, নামাজ, দান, মিলাদ, দোয়া সহ নানা রকম কর্মসূচীর মধ্য দিয়ে মুসলমানরা পবিত্র আগুরার দিবসটি পালন করেন। জেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসায় খুদবায় আশুরার দিনের শহীদানে কারবালা ও বিশ্ব নবী (সাঃ আঃ) এর বংশ ইমাম হোসেনের শহীদ হওয়ার তাতপর্য্যপূর্ন ঘটনা স্মরন করে আলোচনা তুলে ধরা হয়।
দোয়া দুরূদ ও বিশেষ মেনাজাতের মাধ্যমে দেশের মানুষের মঙ্গল কামনা করে দোয়া করা হয়। শনিবার ২৯ জুলাই বিকেলে বাদ আছর শহীদানে কারবালা স্মরনে ফাতেহা শেষে শহরের বিভন্ন এলাকা থেকে তাজিয়া মিছিল বের করা হয়। শহরের পশ্চিম দেওভোগ চুনকা কুটিরে হযরত শাহ সৈয়দ খাঁজা নাজমুল হাসান খানকায়ে দারুল ইস্কে শহীদে কারবালার স্মরনে ফাতেহা শেষে বিশেষ দোয়া করা হয়।
পরে শহরে তাজিয়া মিছিল বের করা হয়। মিছিলে হায় হোসাইন হায় হেসাইন ধ্বনিতে প্রকম্পিত হয় শহরের প্রধান প্রধান সড়ক। পবিত্র আশুরা দিনটি মুসলমানদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও শোকাবহ। হিজরি ৬১ সনের এই দিনে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র ইমাম হোসাইন (রা.) ও তাঁর পরিবারের সদস্য সহ তাদের অনুসারীরা কারবালা প্রান্তরে শহীদ হন।
এ ছাড়া আরও অনেক তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটেছিল আশুরার দিনে। মুসলমানরা নফল রোজা, নামাজ, দানখয়রাত ও জিকির-আসকারের মধ্য দিয়ে দিনটি পালন করেন। #