শিরোনাম
না’গঞ্জে বিআইডব্লিউটিএ’র মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচীর উদ্ধোধন
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ সরকার কর্তৃক ঘোষিত মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচীর আলোকে নারায়ণগঞ্জে শীতলক্ষ্যার তীরে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচী শুরু করেছে বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দর কর্তৃপক্ষ। শুক্রবার ১৮ আগষ্ট সকালে শহরের বরফকল এলাকায় শীতলক্ষ্যার তীরে বিআইডব্লিউটিএ’র ড্রেজার বেইসে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্ধোধন করেন যুগ্মসচিব এবং সদস্য (পরিঃপরিঃ) বিআইডব্লিউটিএ মোঃ মনোয়ারুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ’র পরিচালক (বন্দর) সাইফুল ইসলাম,
বিআইডব্লিউটিএ’র নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম পরিচালক মোঃ শহীদুল্লাহ, নির্বাহী প্রকৌশলী নিজামউদ্দিন পাঠান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ড্রেজার বেইজ) আহমেদ সাঈদ, উপ পরিচালক (বন্দর) মোঃ ইসমাইল হোসেন, উপ পরিচালক (নৌ নিট্রা) বাবু লাল বৈদ্য,
উপ পরিচালক (সিএন্ডবি) ওবায়দুল করিম, উপ সহকারী প্রকৌশলী হাবিবুর রহমান প্রমুখ।
বিআইডব্লিউটিএ’র নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম পরিচালক মোঃ শহীদুল্লাহ জানান,
সরকার কর্তৃৃক ঘোষিত কর্মসূচীর আলোকে শুক্রবার শীতলক্ষ্যার তীরে বরফকল এলাকায় ড্রেজার বেইজে ও নদী বন্দর এলাকায় অর্ধশতাধিক ফলদ ও বনজ বৃক্ষরোপণ করা হয়েছে। পর্যায়ক্রমে কাঁচপুর ব্রীজ এলাকা পর্যন্ত নদীর তীরে বৃক্ষরোপণ করা হবে। #