শিরোনাম
মালামাল না কেনায় হোসিয়ারী ব্যবসায়ী পিটিয়ে জখম


বন্দর প্রতিবেদকঃ বন্দরে হোসিয়ারী মালামাল ক্রয় না করার অপরাধে পাভেল (৩২) নামে এক ব্যবসায়ীকে বেদম ভাবে পিটিয়ে জখম করার গুরুত্বর অভিযোগ পাওয়া গেছে আমিন আবাসিক এলাকার সন্ত্রাসী লুৎফর ও মাছুম গংদের বিরুদ্ধে। এ ঘটনায় আহত হোসিয়ারী ব্যবসায়ী পাভেল গত বৃহস্পতিবার (১৭ আগস্ট) ঘটনার ওই রাতে লুৎফর ও মাছুমসহ ৮ জনের নাম উল্লেখ্য করে ও আরো ১০/১২ জনকে অজ্ঞাত আসামী করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।


অভিযোগের বাদী হোসিয়ারী ব্যবসা পরিচালনার জন্য বন্দর আমিন আবাসিক এলাকার শহিদুল্লাহ মিয়ার ছেলে লুৎফর রহমানের দোকান থেকে হোসিয়ারী মালামাল ক্রয় করে। এ সুবাদে ১নং বিবাদী সাথে অভিযোগের বাদী টাকা পয়সা লেনদেনের বিষয় নিয়ে ঝমেলা হয়। ঝমেলা হওয়ার পর থেকে অভিযোগের বাদী পাভেল অন্যত্র দোকান থেকে হোসিয়ারী মালামাল ক্রয় করে। এ ঘটনার জের ধরে গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় ১নং বিবাদী লুৎফরের সাথে হোসিয়ারী ব্যবসায়ী পাভেলের কথা কাটাকাটি হয়।

ওই ঘটনার জের ধরে একই এলাকার মৃত জামাল মিয়ার ছেলে মাছুম ওরফে টাকলা মাছুম নূরবাগ এলাকার নূর ইসলাম ওরফে পাতলা মিয়ার সন্ত্রাসী ছেলে বহু অপকর্মের হোতা রাজু ওরফে স্ট্যান্ড রাজু বন্দর আমিন আবাসিক এলাকার সানি খান রুপালী আবাসিক এলাকার হিরা ওরফে ইয়াবা হিরা একই এলাকার হোসেন মালশিয়া আমিন আবাসিক এলাকার গিয়াস উদ্দিনের ছেলে মেন্টাল বাবু ও একই এলাকার রতন সরকার ওরফে নিলয়সহ অজ্ঞাত নামা ১০/১২ জন ক্ষিপ্ত হয়ে এলোপাথারী ভাবে পিটিয়ে নিলাফুলা জখম করে। এছাড়াও ২নং বিবাদী মাছুম ওরফে টাকলা মাছুম পিস্তলের বাট দিয়ে মাথায় সজরে আঘাত করে প্রাননাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। #