শিরোনাম
নসিমনের ধাক্কায় প্রান হারালো টেক্সটাইল মিল শ্রমিক
রূপগঞ্জ প্রতিবেদকঃ রূপগঞ্জে নসিমনের ধাক্কায় মো. অলিউল্লাহ (৪৫) নামে এক টেক্সটাইল শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (২৮ আগস্ট) সকাল সাড়ে নয়টার উপজেলার গাউছিয়া চত্বর এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী নছিমনের ধাক্কায় গুরুতর আহত হন তিনি।
পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ১২টার দিকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢামেকের মর্গে রয়েছে। #