নাসিক ২ নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে হামলা চালিয়ে ভাংচুর করেছে দুর্বৃত্তরা
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নাসিক ২ নং ওয়ার্ড কাউন্সিলর ইকবাল হোসেনের কার্যালয়ে হামলা চালিয়ে ভাংচুর করেছে দুর্বৃত্তরা। রাতে মিজমিজি এলাকায় কার্যালয়ে এঘটনা ঘটে। এতে অফিসে থাকা দুইজন আহত হয়েছে। অফিস সহকারী আব্দুল রাজ্জাক জানায়, হঠাৎ করে ৩০/৪০ জনের একদল যুবক এসে তাদের অফিস থেকে বের করে দিয়ে।
পরে হামলা চালিয়ে ভাংচুর করে। এ বিষয়ে কাউন্সিলর ইকবাল হোসেন জানান, গত নাসিক নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী শফিকুল ইসলাম পরাজিত হওয়ার পর ও বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকায় প্রতিহিংসামূলকভাবে কার্যালয়ে হামলা চালিয়েছে শফিকুল ও তার ছেলের সন্ত্রাসী বাহিনীর সদস্যরা।
এর আগেও পেট্রোল বোমা ও ফাঁকা গুলি ছোড়া হয়েছিল। এঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় অভিযোগ করা হয়েছে।সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা জানান, এখনো কোন অভিযোগ আসেনি। তবে ঘটনার কথা জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। #