শিরোনাম
বন্দরে সন্ত্রাসী হামলায় মামা ভাগিনা আহত
বন্দর প্রতিবেদকঃ বন্দরে পূর্ব শত্রুতার জের ধরে ধারালো অস্ত্রঘাতে মামা ভাগ্নিা রক্তাক্ত জখম করেছে সন্ত্রাসীরা । ওই সময় হামলাকারিরা আহত সজলের কাছে থাকা মুদি দোকানের মালামাল ক্রয় করার নগদ ২৭ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। সন্ত্রাসী হামলায় আহতরা হলো মামা সেলিম (৪২) ও ভাগ্নিা সজল (২৭)। স্থানীয়রা জখম অবস্থায় আহতদের উদ্ধার করে সেলিমকে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে ও অপর জখমপ্রাপ্ত সজলকে খানপুর হাসপাতালে প্রেরণ করেছে।
এ ঘটনায় আহত সজলের পিতা মুদী দোকানী দেলোয়ার মিয়া বাদী হয়ে বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে হামলাকারি নব্য সন্ত্রাসী শাকিবসহ আরো অজ্ঞাত নামা ৫/৭ জনের বিরুদ্ধে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। এর আগে গত বুধবার (২০ সেপ্টেম্বর) রাত ৯টায় বন্দর শাহীমসজিদস্থ ঠাকুরবাড়ী এলাকায় ওই সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে। অভিযোগ পেয়ে বন্দর ফাঁড়ি উপ-পরিদর্শক আরিফ পাঠানসহ সঙ্গীয় র্ফোস দ্রæত ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ সূত্রে জানাগেছে, গত ১ মাস পূর্বে অভিযোগের বাদী নাতী ইফরান (১৫)কে সিকদার স্কুলে ডেকে নিয়ে গলায় চাকু ঠেকিয়ে হত্যার হুমকি দেয় একই এলাকার ময়না ওরফে মনা মিয়ার সন্ত্রাসী ছেলে শাকিবসহ তার সন্ত্রাসী বাহিনী।
এর ধারাবাহিকতায় গত বুধবার রাত ৯টায় নব্যসন্ত্রাসী শাকিবসহ অজ্ঞাত নামা ৫/৭ জন সন্ত্রাসী অভিযোগের বাদী ছেলে সজল ও বাদী শ্যালক সেলিমকে হত্যার উদ্দেশ্যে কেঁচি দিয়ে বুকে এবং পিঠে এলোপাথারী ভাবে কুপিয়ে রক্তাক্ত জখম করে সজল সাথে থাকা মুদি দোকানের মালামাল ক্রয়ের নগদ ২৭ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনর্চাজ মোহাম্মদ আবু বকর সিদ্দিক জানান, দুইজন জখমের ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। #