শিরোনাম
গৃহবধূকে শ্বাসরোধে হত্যার চেষ্টার অভিযোগ
বন্দর প্রতিবেদকঃ বন্দরে শিপা আক্তার (২৮) নামে এক গৃহবধূকে শ্লীতাহানী পর শ্বাসরোধ করে হত্যার ব্যার্থ চেষ্টা চালানোর গুরুত্বর অভিযোগ উঠেছে ভূমিদৎসু দুই সহোদর কাউসার ও মিজানগং এর বিরুদ্ধে। এ ব্যাপারে ভূক্তভোগী নির্যাতিত গৃহবধূ বাদী হয়ে সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে উল্লেখিত ভূমিদৎসু দুই ভাইসহ ৩ জনের নাম উল্লেখ্য করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।
এর আগে গত রোববার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বন্দর উপজেলার বালিয়াগাও এলাকায় ওই গৃহবধূর নির্যাতনের ঘটনাটি ঘটে। অভিযোগ সূত্রে জানাগেছে, বন্দর উইলসন রোড এলাকার সিরাজ মুন্সি মেয়ে শিপা আক্তারের সাথে বন্দর উপজেলার বালিয়াগাও এলাকার বদু মিয়া ও তার দুই সন্ত্রাসী ছেলে কাউসার ও মিজানদের সাথে র্দীঘ দিন ধরে বাড়ি জায়গা সংক্রান্ত বিরোধ চলছিল। এর থারাবাহিকতায় গত ১৮ সেপ্টম্বর উল্লেখিত ভূমিদৎসুরা অভিযোগের বাদিনী অনুপস্থিতে তার জায়গায় অনাধিকার ভাবে প্রবেশ করে রাতারাতি ভবন নির্মান করে। এ ঘটনায় অভিযোগের বাদিনী গত রোববার বিকেলে এ ঘটনার প্রতিবাদ করলে উল্লেখিত ৩নং বিবাদী বদু মিয়া অভিযোগের বাদিনীকে অকথ্য ভাষায় গালাগালি করে।
১নং বিবাদী ভ’মিদৎসু কাউসার ক্ষিপ্ত হয়ে অভিযোগের বাদিনীকে শ্লীতাহানী করে চুলের মুঠি টেনে ধরে। একই সময়ে ২নং বিবাদী মিজান উল্লেখিত গৃহবধূকে গলা চেপে ধরে শ^াসরোধ করে হত্যার চেষ্টা চালায়। সে সাথে হামলাকারিরা অভিযোগের বাদিনী স্বামী সুমন (৩৫) হত্যা করে শীতলক্ষা নদীতে ভাসিয়ে দেওয়ার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। বিবাদীদের হুমকি দামকি ঘটনায় অভিযোগের বাদিনী ও তার স্বামী চরম নিরাপত্তাহীনতায় রয়েছে। অভিযোগটি সুষ্ঠ তদন্তসহ দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছে অভিযোগের বাদিনীসহ তার পরিবার। #