তিনশ চালককে দৃস্টি পরীক্ষা করালো বিআরটিএ ও লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপনে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ ও লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জের উদ্যোগে চালকদের বিনামূল্যে চারদিন ব্যাপি ডায়াবেটিক টেস্ট, স্বাস্থ্য পরীক্ষা, ব্লাড গ্রুপ নির্ণয় , দৃষ্টিশক্তি পরীক্ষা ও ছানি রোগী বাছাই কর্মসূচী উদ্বোধন করা হয়েছে । রবিবার ১৫ অক্টোবর সকালে নারায়ণগঞ্জ বাস টার্মিনালে এ কর্মসূচী উদ্বোধন করা হয়েছে। এসময় কর্মসূচী উদ্বোধন অনুষ্ঠানে অতিথি ছিলেন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ নারায়ণগঞ্জ এর সহকারী পরিচালক সামসুল কবীর,
নারায়ণগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক আলহাজ্ব শহিদুল্লাহ, রিজিওন চেয়ারপার্সন হেডকেয়াটার প্রটোকল লায়ন মোঃ সায়েদুল ইসলাম শাকিল, রিজিওন চেয়ারপার্সন হেডকোয়াটার পিকনিক লায়ন সাইদুল্লাহ হৃদয় এমজেএফ, ডিস্ট্রিক্ট চেয়ারম্যানপার্সন ও লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ ক্লাব প্রেসিডেন্ট ইয়াসির আরাফাত ভূইয়া এমজেএফ,ক্লাব জয়েন্ট সেক্রেটারী লায়ন তানভীর আবেদিন তন্ময় এমজেএফ,ক্লাব ট্রেজারার লায়ন আলাল উদ্দিন এমজেএফ, ক্লাব জয়েন্ট ট্রেজারার লায়ন সামসুর রহমান কাজল, ক্লাব সদস্য লায়ন হাসান উল রাকিব এসময় উপস্থিথ ছিলেন।
এ কর্মসূচীতে ১০০ জনকে দৃষ্টি শক্তি পরীক্ষা ও সানি রোগি বাছাই করা হয়, ১১০ জনকে ডায়বেটিক নির্নয় ও ১০০ জনকে রক্তের গ্রুপ নির্ময় করা হয় ।
এসময় উপস্থিথ ছিলেন, রিজিওন চেয়ারপার্সন হেডকেয়াটার প্রটোকল লায়ন মোঃ সায়েদুল ইসলাম শাকিল, রিজিওন চেয়ারপার্সন হেডকোয়াটার পিকনিক লায়ন সাইদুল্লাহ হৃদয় এমজেএফ, ডিস্ট্রিক্ট চেয়ারম্যানপার্সন ও লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ ক্লাব প্রেসিডেন্ট ইয়াসির আরাফাত ভূইয়া এমজেএফ,
ক্লাব জয়েন্ট সেক্রেটারী লায়ন তানভীর আবেদিন তন্ময় এমজেএফ,ক্লাব ট্রেজারার লায়ন আলাল উদ্দিন এমজেএফ, ক্লাব সদস্য লায়ন হাসান উল রাকিব এসময় উপস্থিথ ছিলেন। উল্লেখ্য, লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ এর উদ্যোগে অক্টোবর সেবার মাসে ৫০ টি সেবামূলক কার্যক্রম গ্রহন করা হয়েছে। #