রূপগঞ্জে শারদীয় দুর্গাপূজা মন্ডপ পরিদর্শনে জেলা পুলিশ সুপার
রূপগঞ্জ প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার শারদীয় দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল পিপিএম। ২০ অক্টোবর শুক্রবার সন্ধ্যা ৬টায় উপজেলার গোলাকান্দাইল ইউনিয়ন গোলাকান্দাইল উত্তর পাড়ায় শ্রী শ্রী রাধা মাধব মন্দিরের পূজামন্ডপসহ কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন করেন। এ সময় তার সাথে থাকেন সিনিয়র এএসটি সার্কেল গো আবির হোসেন, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এএফএম সায়েদ ভুলতা ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোস্তাফিজুর রহমান সহ অন্যান্য পুলিশ সদস্যরা।
সনাতনধর্মী সম্প্রদায়ের শারদীয় দুর্গোৎসব আয়োজকদের উদ্দেশ্যে তিনি বলেন আপনারা ঐক্যবদ্ধভাবে আপনাদের ধর্ম পালন করবেন আপনাদের ধর্মীয় উৎসবে কেউ বাধা দিতে পারবে না সার্বক্ষণিকভাবে আমরা পুলিশ বাহিনী আপনাদের সব ধরনের নিরাপত্তা দিতে প্রস্তুত আছি।
গোলাকান্দাইল উত্তরপাড়া শ্রী শ্রী রাধা মাধব পূজা মন্ডপের সভাপতি বাদল মহোত্তম বলেন আমরা সকলের সহযোগিতা নিয়ে এই শারদীয় দুর্গাপূজা উৎসব পালন করছি এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সকলে মিলেমিশ এই উৎসব শুরু করবো।ধর্ম পালনে আমাদের কোন বাধা নেই বরং রাষ্ট্রীয়ভাবে আমাদের সহযোগিতা করেছে। তিনি আরো বলেন ধর্ম যার যার উৎসব সবার।#